বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগের অনেক মাধ্যম রয়েছে। তার মধ্যে Facebook একটি অন্যতম মাধ্যম। ২০০৪ সালে মার্ক জাকারবার্গ Facebook তৈরি করেন।
আজকের যুগে Facebook ব্যবহার করেনা এমন মানুষ খুজে পাওয়া মুশকিল।
আজ আমরা ফেসবুকের একটি বিশেষ সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব।
আজকে আমরা কথা বলব “কিভাবে ফেসবুক আইডি ডিলিট করতে হয়”
Facebook account delete করা খুবই সহজ। তবে ফেসবুকে একাউন্ট খোলা যত সহজ তার চেয়ে ফেসবুক একাউন্ট ডিলিট করা আরেকটু কঠিন।
কিছু নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার Facebook account permanently delete করতে পারবেন।
ফেসবুক একাউন্ট দুইটি প্রক্রিয়ায় ডিলিট করা যায়ঃ
- ১ম পদ্ধতি হল Facebook account permanently delete.
- ২য় পদ্ধতি হল temporary Facebook Account Deactivate
Facebook ID Delete করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কি আপনার ফেসবুক একাউন্টটি চিরতরে ডিলিট করতে চান?
নাকি শুধুমাত্র সাময়িক সময়ের জন্য ফেসবুক থেকে বিরতি নিতে চান।
আমাদের অনেকের যখন পরীক্ষা চলে তখন সাময়িক বিরতি নেওয়ার জন্য আমাদের Facebook Account Temporary Deactivate করে রাখি। এতে করে আমরা যখন ইচ্ছা নাম্বার/ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারি।
অন্যদিকে আমরা যদি ফেসবুক একাউন্ট চিরতরে ডিলিট করি তাহলে আর কখনো আমরা সেই একাউন্ট আর ফিরে পাব না৷
How to delete a facebook account permanently
আপনার ফেসবুক একাউন্ট একেবারে মুছে দিলে কি ঘটতে পারে?
- আপনি আর আপনার একাউন্টকে পুনরায় চালু করতে পারবেন না।
- আপনার প্রোফাইল, ছবি, পোস্ট, ভিডিও সহ সবকিছু চিরতরে মুছে যাবে। আপনি এগুলোর কিছুই আর পুনরুদ্ধার করতে পারবেন না।
- মুছে দেওয়া একাউন্টের মাধ্যমে মেসেঞ্জার ব্যাবহার করতে পারবেন না।
- মুছে ফেলা একাউন্ট দ্বারা অন্যান্য এপ্লিকেশন যেমন: ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, স্পটিফাই বা অন্য ওয়েবসাইট ব্যাবহার করলে সেগুলোতে আর ওই একাউন্ট দিয়ে ঢুকতে পারবেন না।
- কিছু তথ্য যেমন মেসেজ বা কোন ডাটা যা আপনি আপনার কোন বন্ধুর একাউন্টে পাঠিয়েছেন, এমন তথ্য তাদের ইনবক্সে থেকে যাবে।
- ফেসবুক একাউন্ট ডিলিট প্রক্রিয়া শুরুর ৩০ দিনের মধ্যে আপনি ডিলিট Cancel করে একাউন্ট ফিরিয়ে আনতে পারবেন।
আমি যদি আমার একাউন্টের কনটেন্ট মুছে না ফেলে সাময়িক বিরতি নিতে চাই?
হ্যা, আপনি ফেসবুক থেকে সাময়িক বিরতি নিয়ে পারেন। সে জন্য আপনার একাউন্ট সাময়িক Deactivate করতে হবে। এ ক্ষেত্রে যেটি ঘটবে:
- মানুষ আপনার একাউন্টে ঢুকতে বা প্রোফাইল দেখতে পারবেনা।
- আপনার পোস্ট, ভিডিও বা কোন তথ্য মুছবেনা, সবই অক্ষত থাকবে।
- আপনি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। আপনার প্রোফাইল ছবি অন্যদের কাছে দেখাবে। তারা আপনাকে নাম দিয়ে খুঁজে মেসেজ দিতে পারবেন। আপনি ফেসবুক ব্যাবহার করে অন্যান্য এপ্লিকেশন ব্যাবহার করতে পারবেন।
- অবশ্য এ ক্ষেত্রে যে সুবিধাটা থাকছে তা হল, আপনি যে কোন সময় চাইলে ফেসবুকে ফেরত আসতে পারবেন।
ফেসবুক একাউন্ট একেবারে বন্ধ করতে নিম্নলিখিত স্টেপগুলো অনুসরণ করতে হবেঃ
১) প্রথমে আপনার একাউন্টে প্রবেশ করে প্রয়োজনীয় ডাটা, যা আপনি এতদিন আপলোড করেছিলেন, সেগুলোকে ডাউনলোড করে সংরক্ষণ করুন। এতে আপনার একাউন্টের ফাইল গুলো আপনার কাছে থাকবে। আপনার আপলোড করা ফাইল গুলো ডাউনলোড করার জন্য নিচের নিয়ম অনুসরণ করুনঃ
ফেসবুকে প্রবেশের পরে নিচের ছবির মত
Three line menu তে ক্লিক করুন। তারপর Settings এ ক্লিক করুন। এখন নিচে স্ক্রল করে ‘Download Your Information’ এ ট্যাপ করে ডাউনলোড করুন।
২) আবার নিচের ছবির মত ফেসবুক অ্যাপে ডান Three line menu তে ক্লিক করুন। স্ক্রল করে নিচের দিকে আসুন, এবং Settings এর উপরে ট্যাপ করুন।
৩) স্ক্রল করে নিচের দিকে এসে Your Facebook Information সেকশনে আসুন এবং Account Ownership and Control এর উপর চাপ দিন।
৫) Deactivation and Deletion এর উপর চাপ দিন, আপনি যদি আপনার একাউন্ট চিরতরে ডিলিট করতে চান তাহলে Delete Account অপশন নির্বাচন করুন। অথবা আপনি যদি শুধু Temporary Facebook account Deactivate করতে চান তাহলে Deactive Account অপশন নির্বাচন করুন। এখন Continue অপশনে চাপ দিয়ে একাউন্ট ডিলিট অথবা deactivate সম্পন্ন করুন।
ফেসবুক একাউন্ট ডিলিট Cancel করার উপায়:
যদি একাউন্ট ডিলিট করার ৩০ দিনের মধ্যেই আপনি এটা Cancel করতে চান তাহলে সম্ভব। ৩০ দিনের বেশি হলে আপনার একাউন্ট এবং এর সব তথ্য স্থায়ীভাবে মুছে যাবে,এবং কোন অবস্থায় আপনি সেগুলোকে পুনরুদ্ধার করতে পারবেন না।
আপনার তথ্য মুছতে ফেসবুক কর্তৃপক্ষের প্রায় নব্বই দিন সময় লাগে।
Account Deletion থেকে ফেরত আসতে আপনাকে যা করতে হবে:
১) একাউন্ট ডিলিট করার ৩০ দিনের মধ্যেই আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করুন।
২) Cancel Deletion এর উপর ক্লিক করুন।