প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।
পূর্বের ধারাবাহিকতায় আজ আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতির ৩ ও ৪ নাম্বার মডেল টেস্ট নিয়ে হাজির হলাম।
এই মডেল টেস্ট সাধারণত ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য। এখানে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে।
বিঃদ্রঃ সকল প্রশ্নের সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়া হয়েছে।
মডেল টেস্ট ১ ও ২ পড়তে এখানে ক্লিক করুন
মডেল টেস্ট-০৩
- ব্যবসায়ের দীর্ঘমেয়াদি উদ্দেশ্য কোনটি?
- মুনাফা অর্জন
- কম খরচ
- নতুন আবিষ্কার
- সম্পদ সর্বাধিকরণ ✔️
- কোনােটিই নয়
- শিল্প কী?
- পণ্যের রূপান্তর
- পণ্যের উৎপাদন
- পণ্যের প্রক্রিয়াকরণ
- A+B+C ✔️
- B+C
- কোনটি অংশীদারি সংগঠনের অপরিহার্য উপাদান নয়?
- চুক্তিবদ্ধ সম্পর্ক
- বলপূর্বক সায় ✔️
- লাভ-লােকসান বণ্টন
- একাধিক সদস্য
- B ও C উভয়ই
- কোম্পানির জীবনকালে কোন সভা মাত্র একবার অনুষ্ঠিত হয়?
- বিধিবদ্ধ সভা ✔️
- বার্ষিক সাধারণ সভা
- বিশেষ সভা
- কমিটি সভা
- কোনােটিই নয়
- যােগ্যতাসূচক শেয়ার বাধ্যতামূলক যাদের জন্য—-
- শেয়ার মালিক
- পরিচালক ✔️
- প্রবর্তক
- ঋণপত্র মালিক
- কোনােটিই নয়
- সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির কোনাে পদ শূন্য থাকলে তা কতদিনের মধ্যে পূরণ করতে হয়?
- ১৪ দিন
- ১৫ দিন
- ৩০ দিন ✔️
- ৪৫ দিন
- ৬০ দিন
- স্বাধীনতার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ কাজ শুরু করে কত সালে?
- ১৯৭২
- ১৯৭৪
- ১৯৭৬ ✔️
- ১৯৭৭
- ১৯৭৮
- শেয়ার বাজারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি?
- ডিভিডেন্ড
- ডিম্যাট ✔️
- ডিভ্যালু
- ডিসকাউন্ট
- কোনােটিই নয়
- প্রশাসনের হৃৎপিন্ড বলা হয় কোনটিকে?
- পরিকল্পনা
- নিয়ন্ত্রণ
- সংগঠন
- কর্মসংস্থান
- নির্দেশনা ✔️
- ‘PERT’ কোন ক্ষেত্রে প্রযােজ্য?
- প্রেষণায়
- নির্দেশনায়
- নিয়ন্ত্রণে ✔️
- পরিকল্পনায়
- কোনােটিই নয়
- বিশ্বের প্রথম EPZ প্রতিষ্ঠিত হয় কোন দেশে?
- দক্ষিণ আফ্রিকা ✔️
- যুক্তরাষ্ট্র
- C.যুক্তরাজ্য
- জাপান
- প্রেষণা
- হেনরি ফেওলের মতে ব্যবস্থাপনার কার্যাবলির মধ্যে আওতাভুক্ত নয় কোনটি?
- পরিকল্পনা
- নির্দেশনা
- সমন্বয়
- নিয়ন্ত্রণ
- প্রেষণা✔️
- বাঁধ নির্মাণ কোন ধরনের শিল্প?
- প্রজনন শিল্প
- নিষ্কাশন শিল্প
- যৌগিক শিল্প
- নির্মাণ শিল্প✔️
- সংযোজন শিল্প
- বিনিময়কে ব্যবসায়ের কোন ধরনের পরিবেশের উপাদান হিসেবে গণ্য করা যায়?
- অর্থনৈতিক ✔️
- রাজনৈতিক
- সামাজিক
- আইনগত
- প্রাকৃতিক
- কোনটি আইনসম্মত মুদ্রা?
- ব্যাংক নােট
- সরকারি নােট ✔️
- অঙ্গীকারপত্র
- A+B
- A+ B+C
- অর্থনীতি শাস্ত্রের জনক কে?
- Adam Smith✔️
- Henry Fayol
- FW Taylor
- McClelland
- None of the above
17. বাংলাদেশে একমালিকানা ব্যবসায় পরিচালনার জন্য কত সালের আইন মানতে হয়?
- ১৯৯৪ সালের
- ২০১০ সালের
- ২০০১ সালের
- ১৯১৩ সালের
- কোনেই✔️
- চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারি ব্যবসায়ে অংশীদারগণ অতিরিক্ত মূলধনের উপর কত শতাংশ সুদ পাবে?
- ৬%
- ৭%
- ৫%
- ৮%
- সুদ ধরা যাবে না✔️
- শিল্পসমূহ বর্জ্য শােধন যন্ত্রপাতি বসালে কোন ধরনের দুষণ থেকে পরিবেশ রক্ষা পাবে?
- পানি ও বায়
- পানি ও মাটি
- পানি, মাটি ও শব্দ
- মাটি, বায়ু ও পানি ✔️
- শব্দ
- WTO-এর সদর দপ্তর অবস্থিত –
- প্যারিস
- টোকিও
- জেনেভা ✔️
- ওয়াশিংটন
- নিউইয়র্ক
মডেল টেস্ট-০৪
- তালিকাভুক্ত মােবাইল কোম্পানির করহার কত?
- ২৭.৫%
- ৩০%
- ৩৭.৫%
- ৩৫%✔️
- ৪৫%
- অংশীদারি ব্যবসায়ে মুনাফা বণ্টন করা হয়—
- বিনিয়ােগকৃত অর্থ অনুযায়ী
- সমহারে প্রত্যেক অংশীদারি
- চুক্তি অনুযায়ী✔️
- চুক্তি পত্র অনুযায়ী
- আইন অনুযায়ী
- কোনটি উৎপাদন শিল্পের আওতাভুক্ত নয়?
- প্রজনন শিল্প ✔️
- প্রক্রিয়াভিত্তিক শিল্প
- বিশ্লেষণ শিল্প
- A ও C উভয়ই
- সবগুলােই
4. ‘আফনান কোম্পানি লিমিটেড’ SEC-এর কাছ থেকে মূলধন সংগ্রহের অনুমতি পত্র সংগ্রহ করে—এটি কোম্পানি গঠনের কোন পর্যায়ের আওতাভুক্ত?
- ১ম পর্যায়
- ২য় পর্যায় ✔️
- ৩য় পর্যায়
- ৪র্থ পর্যায়
- ৫ম পর্যায়
- কোন ধরনের অংশীদারকে মূলত পাওনাদার হিসেবে গণ্য করা হয়?
- নিস্ক্রিয় অংশীদার
- আপাতঃদৃষ্টিতে অংশীদার ✔️
- নামমাত্র অংশীদার
- সাধারণ অংশীদার
- কোনােটিই নয়
- একজন পরিচালককে নিমােক্ত কোন কারণে পরিচালক পদ হতে অপসারণ করা হতে পারে?
- পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকলে
- পরিচালক পর্ষদের অনুমতি ছাড়া ৩ মাস কর্মে বিরতি থাকলে
- ২ মাসের মাঝে যােগ্যতা সূচক শেয়ার ক্রয় না করলে
- তলবকৃত টাকা ৬ মাসের মধ্যে পরিশােধ না করলে
- সবগুলােই ✔️
- নিম্নের কোনটি ব্যাংকের দ্বিতীয় পর্যায়ের কাজ?
- মুনাফা অর্জন
- ঋণ সৃষ্টি ও নিয়ন্ত্রণ✔️
- ঋণ প্রদান
- বিনিময়ের মাধ্যমে সৃষ্টি
- A+B
- ঋণ সালিশী বাের্ড কত সালে গঠন করা হয়?
- ১৯৩৭✔️
- ১৯৩৪
- ১৯৩৫
- ১৯৩৩
- ১৯৪৫
- কত সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী’ (BARD) প্রতিষ্ঠিত হয়-
- ১৯৫৫
- ১৯৮২✔️
- ১৯৬০
- ১৯৬৫
- ১৯৬১
- বিনিয়ােগ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে?
- জাপান
- ফ্রান্স
- জার্মানি✔️
- ইতালি
- ভারত
- ভোক্তা সমবায় সমিতির ক্ষেত্রে সদস্যদের লভ্যাংশ ঘােষণা করা হয়:
- বার্ষিক মােট ক্রয় অনুপাতে✔️
- মাসিক মােট ক্রয় অনুপাতে
- বার্ষিক মােট বিক্রয় অনুপাতে
- মাসিক মােট বিক্রি অনুপাতে
- কোনােটিই নয়
- নিম্নের কোনটি বিক্রয় প্রসারের আওতাভুক্ত?
- আকাশ বিজ্ঞাপন
- সংবাদপত্র
- মেলা ও প্রদর্শনী
- বিক্রয়ের সেবা
- C ও D উভয়ই ✔️
- বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত বিজ্ঞাপনের মাধ্যম কোনটি?
- টেলিভিশন
- রেডিও
- সংবাদপত্র✔️
- আকাশ বিজ্ঞাপন
- গাড়ি বিজ্ঞাপন
- Principle of Scientific Management বইটি কার লেখা?
- হেনরি ফেওল
- এফ, ডব্লিউ টেইলর ✔️
- কুণ্ড
- নিউম্যান
- শেলডন
- A ও C উভয়ই
- হেনরি ফেওল ব্যবস্থাপনার কোন কাজ কাজগুলাের কথা উল্লেখ করেন নি?
- প্রেষণা
- কর্মী সংস্থান
- সময়
- A ও B উভয়ই ✔️
- A ও C উভয়ই
- কোন প্রশিক্ষণ মাধ্যমটি সুপারভাইজার ও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের পদ্ধতি?
- শিক্ষানবীশ পদ্ধতি
- অধিবেশন পদ্ধতি ✔️
- কোচিং
- ওয়ার্কশপ
- বক্তৃতা পদ্ধতি
- একজন ক্রেতা যখন খুচরা বিক্রয় প্রতিষ্ঠান থেকে অনলাইনে পণ্য ক্রয় করে তাকে কী বলে?
- অনলাইন মার্কেটিং
- অনলাইন শপিং ✔️
- অনলাইন নিলাম
- অনলাইন ক্রেতা গােষ্ঠী
- ইন্টারনেট নিলাম
18, ICB প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ১৯৭৩
- ১৯৭৬ ✔️
- ১৯৭২
- ১৯৯৫
- ১৯৮৬
- মুনীর একজন নতুন উদ্যোক্তা। তার কীভাবে সিদ্ধান্ত নেয়া উচিত?
- যত দ্রুত সম্ভব ত্বরিৎ গতিতে
- অন্যাদের সাথে শলা-পরামর্শ করে
- বিভিন্ন বিষয়কে বিচার-বিবেচনায় নিয়ে✔️
- নিজের আবেগকে প্রাধান্য দিয়ে
- পুলিশের সাথে কথ
- বাংলাদেশে বিনিময়ের কোন হার ব্যবহৃত হয়?
- ভাসমান বিনিময় হার ✔️
- স্বর্ণমান হার
- কাগজী মুদ্রার হার
- বিনিময় হার
- A ও D উভয়ই
🟢 আরো পড়োঃ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ ইউনিট মডেল টেস্ট ৫ ও ৬
আমাদের ওয়েবসাইটের সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক্সপার্ট দ্বারা অনলাইন এবং বিভিন্ন বই থেকে সংগ্রহ করা। মানুষ মাত্রই ভুল। তাই কোথাও কোনো ভুল হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।