ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গ ইউনিট মডেল টেস্ট ৫ ও ৬

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।

পূর্বের ধারাবাহিকতায় আজ আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতির ৫ ও ৬ নাম্বার মডেল টেস্ট নিয়ে হাজির হলাম। 

এই মডেল টেস্ট সাধারণত ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য। এখানে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে।

বিঃদ্রঃ সকল প্রশ্নের সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়া হয়েছে। 

আরো পড়োঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গ ইউনিট মডেল টেস্ট ৩ ও ৪

মডেল টেস্ট-০৫

1. ব্যাংকিং অংশীদারি ফার্মের ন্যূনতম ও সর্বোচ্চ সদস্য হলাে-

  • ০-১০ জন।
  • ১০-২ জন। ✔️
  • ২-১০ জন।
  • ২-২০ জন।
  • ১০-২০ জন।

2. মুদ্রা বাজার বলতে বুঝায়:

  • যে বাজারে ঋণ হিসেবে স্বল্পমেয়াদি দলিলের লেনদেন হয় ✔️
  • যে সব আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি ঋণের লেনদেনের ব্যবসায় করে তাদের সমষ্টি
  • যে বাজারে শেয়ার ও ডিবেঞ্চার বিনিময় হয়।
  • B+C
  • কোনােটিই নয়

3. কোম্পানির ‘সসীম দায়’ বলতে বুঝায়

  • কোম্পানির মােট পরিশােধিত মূলধনকে 
  • কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্যকে
  • শেয়ারের মূল্য অপেক্ষা বেশি দায় বহন না করাকে✔️
  • কোম্পানির ঋণ গ্রহণের ক্ষমতাকে
  • সবগুলােই

4. বর্তমানে বাংলাদেশে শেয়ার বাজার কয়টি?

  • একটি
  • তিনটি
  • দুইটি ✔️
  • চারটি
  • পাঁচটি

5: ব্যবস্থাপনার ১৪টি নীতি দিয়েছেন কে?

  • এফ. ডব্লিও টেইলর
  • হেনরি ফেওল✔️
  • রবার্ট ওয়েন
  • ফ্রাঙ্ক বাঙ্কার গ্রিলব্রেথ
  • মেরি পার্কার

6. নিম্নের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়?

  • পরিকল্পনা
  • ঝুঁকি গ্রহণ✔️
  • সংগঠন।
  • সমন্বয়
  • কোনােটিই নয়

7. শেয়ার মালিক হওয়া যায়:

  • কোম্পানির সংঘস্মারকে স্বাক্ষর করে 
  • কোম্পানির নিকট থেকে শেয়ার ক্রয় করে
  • অন্য কোনাে ব্যক্তির নিকট থেকে শেয়ার ক্রয় করে।
  • উত্তরাধীকার সূত্রে
  • সবগুলাের মাধ্যমে ✔️

8. সাধারণত মুদ্রার অবমূল্যায়ন করা হয়—

  • আমদানি বৃদ্ধির জন্য
  • রপ্তানি বৃদ্ধির জন্য✔️
  • রপ্তানি হ্রাসের জন্য
  • মুদ্রাস্ফীতি কমানাের জন্য
  • ব্যাংক হার পরিবর্তনের জন্য

9. বিশেষায়িত ব্যাংক নয় কোনটি?

  • বাংলাদেশ কৃষি ব্যাংক
  • গ্রামীণ ব্যাংক
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
  • বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ✔️

10: সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য হলাে:

  • সাম্য
  • মুনাফা অর্জন
  • ঋণ গ্রহণের সুবিধা
  • প্রতিযােগিতা হ্রাস
  • কোনােটিই নয়✔️

11. ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক পর্ষদের সর্বনিম্ন সদস্য সংখ্যা হলাে—

  • ৭ জন।
  • ২ জন
  • ৩ জন।✔️
  • ২০ জন।
  • ৫০ জন

12. কোম্পানি নিবন্ধনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে—

  • প্রত্যয়পত্র
  • বিবরণপত্র
  • কার্যারম্ভের অনুমতিপত্র
  • স্মারকলিপি ✔️
  • সবগুলােই

13. যে অবস্থায় আদালত অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি ঘােষণা করতে পারে—

  • মুনাফা না হলে।
  • অংশীদারগণ স্বেচ্ছায় চুক্তি ভঙ্গ করলে✔️
  • কর প্রদানে ব্যর্থ হলে।
  • অংশীদারের অবসর গ্রহণে
  • A+D

14. কোম্পানির বার্ষিক সাধারণ সভার ন্যূনতম কতদিন পূর্বে শেয়ার মালিকদের নােটিস প্রদান করতে হয়?

  • ৭ দিন
  • ১০ দিন
  • ১৪ দিন।✔️
  • ২১ দিন
  • ৩০ দিন

15. নিচের কোনটি সরকারি নােট?

  • পাঁচ টাকার নােট
  • দশ টাকার নােট
  • বিশ টাকার নােট
  • পঞ্চাশ টাকার নােট
  • কোনােটিই নয়✔️

16. নিম্নের কোনটি স্বারকলিপি-এর ধারা নয়?

  • উদ্দেশ্য ধারা
  • ঠিকানা ধারা
  • পরিচালক নিয়ােগ ধারা✔️
  • সবগুলােই
  • কোনােটিই নয়

17. নিম্নের কোনটি বিক্রয় প্রসারের আওতাভুক্ত?

  • নমুনা পণ্য বিতরণ
  • আকাশ বিজ্ঞাপন
  • সংবাদপত্র
  • বিক্রয়ােত্তর সেবা
  • A ও D উভয়ই ✔️

18. বাংলাদেশে সমবায় আন্দোলনের পথিকৃৎ হলেন—

  • শফিক রহমান
  • আকতার হামিদ✔️
  • ফখরুদ্দিন আহমেদ
  • রেহমান সােবহান
  • জাকির হােসেন

19. কত সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি’ (BARD) প্রতিষ্ঠিত হয়-

  • ১৯৫৫
  • ১৯৫৯✔️
  • ১৯৬০
  • ১৯৬৫
  • ১৯৬১

20. কোনটি স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত নয়?

  • পলিসি
  • স্ট্যাটেজি
  • প্রক্রিয়া
  • প্রজেক্ট✔️
  • রীতি

মডেল টেস্ট-০৬

1. ব্যাংকিং খাতের সংস্কারের কাজ করে

  • IMF
  • IBRD✔️
  • ADB
  • IFC
  • কোনােটিই নয়

2. পৌর এলাকায় ব্যবসায় পরিচালনা করতে একমালিকানা ব্যবসায়ের জন্য কী সগ্রহ করতে হবে?

  • নিবন্ধনপত্র
  • ট্রেড লাইসেন্স✔️
  • ক্যারাম্ভের অনুমতিপত্র
  • কাঁচাসনদ
  • বিবরণপত্র

3. লাভ বিহীন কোম্পানি কোথায় দেখা যায়?

  • ভারত✔️
  • পাকিস্তান।
  • ভুটান
  • নেপাল
  • মালদ্বীপ

4. কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলাে—

  • বিবরণপত্র
  • স্মারকলিপি✔️
  • পরিমেল নিয়মাবলি
  • কার্যারাম্ভের অনুমতিপত্র
  • কোনােটিই নয়

5. যে-সব কোম্পানির দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ সেই সব কোম্পানি পরিমেল নিয়মাবলির পরিবর্তে কী গ্রহণ করতে পারে?

  • তফসিল-১✔️
  • তফসিল-১১
  • তফসিল-১৯
  • তফসিল-১২
  • তফসিল-১৪

6. কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি?

  • ওয়াসা।
  • স্ট্যান্ডার্ড ব্যাংক
  • বাংলাদেশ ব্যাংক
  • A+C✔️
  • সবগুলােই

7. দুটি A.G.M, মাঝে সর্বোচ্চ পার্থক্য হবে কত মাস?

  • ১২ মাস।
  • ১৫ মাস✔️
  • ১৮ মাস
  • ২ বছর।
  • ২৪ মাস

৪. কোম্পানির শেয়ার সার্টিফিকেট ইস্যুর পূর্বে আংশিক মূল্য পরিশােধকারী কে অন্তবর্তী সময়ে যে দলিল দেওয়া হয়—

  • শেয়ার ওয়ারেন্ট
  • শেয়ার পরােয়ানা
  • কাঁচা সনদ✔️
  • শেয়ার সার্টিফিকেট
  • স্টক

9. কত সালে রাশিয়ার সমবায় আন্দোলনের পূর্ণতা লাভ করে?

  • ১৯১৭✔️
  • ১৯১৮
  • ১৯১৯
  • কোনােটিই নয়
  • ১৯২০

10. BARD প্রতিষ্ঠিত হয় কোথায়?

  • কুমিল্লা✔️
  • যশাের।
  • ঢাকা
  • বরিশাল
  • জামালপুর

11. সমবায়ের ক্ষেত্রে নিবন্ধক কর্তৃক নিয়ােগকৃত সাংগঠনিক কমিটির মেয়াদ হলাে:

  • ৬ মাস
  • ১২ মাস✔️
  • ১৮ মাস
  • ৩ মাস
  • রাষ্ট্রীয়

12. বর্তমান সর্বাধুনিক ব্যবসায় সংগঠন কোনটি?

  • কোম্পানি
  • রাষ্ট্রীয়
  • সমবায়
  • যৌথ উদ্যোগে✔️
  • একমালিকানা

13. একটি ব্যতীত সবগুলাে বহুশাখা বিপণির উদাহরণ:

  • বাটা
  • সাধনা ঔষধালয়
  • শক্তি ঔষধালয়।
  • সিঙ্গার
  • কোনোটিই নয়✔️

14. চালানি রশিদ প্রস্তুত করেন কে?

  • রপ্তানিকারক
  • আমদানিকারক
  • জাহাজ কর্তৃক✔️
  • কর কর্তৃপক্ষ
  • কোনােটিই নয়

15. একটি ব্যতীত সবগুলাে স্থায়ী পরিকল্পনা

  • নীতি
  • পদ্ধতি
  • প্রক্রিয়া
  • কর্মসূচি✔️
  • কর্মকৌশল

16. নীচের কোনটি প্রেষণা দানের অনার্থিক উপায় নয়?

  • নিরাপত্তা
  • প্রশিক্ষণ
  • কাজের প্রশংসা
  • পুরস্কার✔️
  • A ও B উভয়ই

17. বর্তমানের সাথে ভবিষ্যতের সেতু বন্ধন রচনা করে—

  • নির্দেশনা
  • Bপ্রেষণা
  • পরিকল্পনা✔️
  • নিয়ন্ত্রণ
  • সমন্বয়।

18. পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য কোনটির গুরুত্ব সর্বাধিক?

  • সংগঠন✔️
  • নিয়ন্ত্রণ
  • কর্মীসংস্থান
  • সমন্বয়।
  • পরিকল্পনা

19. গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রচলন ঘটে কোথায়?

  • গ্রিস✔️
  • মিশর
  • ভারত
  • যুক্তরাজ্য
  • পাকিস্তান

20. একটি ব্যতীত সবগুলাে হস্তান্তরযােগ্য ঋণের দলিল—

  • ঋণপত্র
  • প্রাইজবন্ড
  • সঞ্চয়পত্র
  • ট্রেজারি বিল
  • স্থায়ী রশিদ✔️

🟢 আরো পড়োঃ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ ইউনিট মডেল টেস্ট ৭ ও ৮

আমাদের ওয়েবসাইটের সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক্সপার্ট দ্বারা অনলাইন এবং বিভিন্ন বই থেকে সংগ্রহ করা। মানুষ মাত্রই ভুল। তাই কোথাও কোনো ভুল হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।