Phrase and Clause কি, কত প্রকার

-Advertisements-

Clause: Clause হলাে এমন শব্দগুচ্ছ যার মধ্যে অবশ্যই একটি Finite verb বা সমাপিকা ক্রিয়া থাকে। অন্যভাবে বলা যায়, Clause এমন একটি খণ্ড বাক্য যার মধ্যে সাধারণত একটি Subject এবং verb একটি থাকবেই। Example: He gave me a chair which was made of gold.

উপরের বাক্যটিতে মােট ২টি Clause রয়েছে। 

Clause-এর প্রকারভেদ: 

Clouse প্রধানত তিন প্রকার। যথা: 1. Principal Clause, 2. Subordinate clause, 3. Co-ordinate Clause.

-Advertisements-

Principal Clause ও Sub-ordinate Clause:

আমরা জানি, Simple Sentence-এ কোনাে Clause ব্যবহৃত হয় না (যেমন: You may go.)। আবার Principal Clause ও Sub-ordinate Clause ছাড়া Complex Sentence হয় না। Principal Clause ও Sub-ordinate Clause শুধু Complex Sentence-এ ব্যবহৃত হয়। অর্থাৎ, Principal Clause ছাড়া Sub-ordinate Clause ব্যবহৃত হতে পারে না।

Example:  You may go where you want

You may go where you want.
(Principal Clause)  (Sub-ordinate Clause)
 I see the person who stole my pen.
(Principal Clause)  (Sub-ordinate Clause)

     

এখানে উল্লেখ্য যে, Sub-ordinate Clause সবসময় কোনাে না কোনাে Clause-marker দ্বারা শুরু হয়। Clause-marker ছাড়া কোনাে Sub-ordinate Clause হতে পারে না। Complex Sentence-এর Clause-marker যুক্ত অংশটিকে বলে Sub-ordinate Clause আর বাকি অংশটিকে বলে Principal Clause. একটি Sub-ordinate Clause-এ সাধারণত দুই ধরনের Clause-marker ব্যবহৃত হয়। যথা:

-Advertisements-
  1. Relative Pronoun (who, whom, which, whose, what, that ইত্যাদি),
  2. Relative Adverb (when, where, why, how ইত্যাদি)

Co-ordinate Clause:

আমরা জানি, Compond Sentence-এ ব্যবহৃত প্রত্যেকটি স্বাধীন বাক্য যখন কোনাে Conjunction দ্বারা যুক্ত হয় তখন প্রত্যেকটি বাক্যকে এক একটি Co-ordinate Clause বলে। অর্থাৎ Compond Sentence-এ ব্যবহৃত প্রত্যেকটি Clause-ই Co-ordinate Clause. আমাদের মনে রাখতে হবে যে Co-ordinate Clause শুধু Compound Sentence-এ ব্যবহৃত হয়। Example:

  • I went to college(Co-ordinate Clause) but  he went to market(Co-ordinate Clause).
  • I bought a book(Co-ordinate Clause) and he bought a pen(Co-ordinate Clause).

এখানে উল্লেখ্য যে, Co-ordinate Clause সবসময় and, but, or ইত্যাদি Conjunction দ্বারা যুক্ত হয়।

 

-Advertisements-
Phrase কত প্রকার

-Advertisements-

Sub-ordinate Clause-এর প্রকারভেদ:

Sub-ordinate Clause-কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে।  যথা:

  • 1. Noun Clause,
  • 2. Adjective Clause,
  • 3. Adverbial Clause

Noun Clause:

যে Clause Noun এর মতাে কাজ করে তাকে Noun Clause বলে।

Noun Clause চেনার সহজ টেকনিক: কী দ্বারা বাক্যকে প্রশ্ন করলে যে Clause উত্তর দেয় তবে সেটি Noun Clause হবে।

Example: I know that he passed. (Noun Clause)

-Advertisements-

I know = আমি জানি। এখানে যদি underline-কৃত Clause-টি ছাড়া বাক্যের বাকি অংশকে প্রশ্ন করা হয়, ‘আমি কী জানি?” তখন উত্তর পাওয়া যাবে, ‘ that he passed = সে যে পরীক্ষায় পাশ করেছিল। ‘ অর্থাৎ ‘আমি জানি সে যে পরীক্ষায় পাশকরেছিল। ‘ অতএব এটি একটি Noun Clause হবে।ঠিক একই- He informs that the boy is a thief. (Noun Clause) . What he does is really important. (Noun Clause)

Adjective Clause:

যে Clause Adjective-এর মতাে কাজ করে তাকে Adjective Clause বলে।

Adjective Clause চেনার সহজ টেকনিক: Adjective Clause সবসময় Noun-এর পরে বসে। আমাদের মনে রাখতে হবে যে, কোনাে Clause-এর পূর্বে Noun থাকলে সেই Clause-টি সাধারণত Adjective Clause হবে।  Example:

  • This is the person who loves me.
  • Tell me place where she lives.
  • This is the pen which I bought yesterday.

উপরিউক্ত প্রথম বাক্যটির Clause-টি who’ যুক্ত একটি Clause, যার পূর্বে the person হলাে একটি Noun. আমরা জানি Noun-কে একমাত্র Adjective-ই modify করতে পারে। অতএব এটি একটি Adjective Clause. একই নিয়ম দ্বিতীয় ও তৃতীয় বাক্যের ক্ষেত্রে প্রযােজ্য। দ্বিতীয় ও তৃতীয় বাক্যটিও এক একটি Adjective Clause.

-Advertisements-

Adverbial Clause:

যে Clause Adverb এর মতাে কাজ করে তাকে Adverbial Clause বলে।

অন্যভাবে বলা যায় যে, কখন, কোথায়, কেন, কীভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে Adverbial Clause বলে।

Example: I Shall go where he lives.

I shall go = আমি যাব। এখানে যদি underline-কৃত Clause-টি ছাড়া বাক্যের বাকি অংশকে প্রশ্ন করা হয়, ‘আমি কোথায় যাব?’ তখন উত্তর পাওয়া যাবে, ‘where he lives = যেখানে সে বাস করে। অর্থাৎ ‘আমি যাব যখানে সে বাস করে। অতএব এটি একটি Adverbial Clause হবে।

-Advertisements-

As/Since/Though/Althouth/if ইত্যাদি Adverb দ্বারা কোনাে Clause যুক্ত থাকলে সেই Clause-টি হবে Adverbial Clause.

  • As he is ill, he cannot walk fast.
  • Although he is poor, he is honest.
  • Since he is strong, he can carry the bag.
  • If you come, I shall go.

এখানে উল্লেখ্য যে, যদি কোনাে Clause দ্বারা কোনাে সময়, স্থান, কারণ, উদ্দেশ্য, তুলনা, শর্ত বােঝায় সেটি Adverbial Clause হবে ।

  • Mather came when I was studying. (সময়)
  • You can go wherever you want. (স্থান)
  • He could not come to college because he was ill.(কারণ)
  • He works hard so that he can succeed in life. (উদ্দেশ্য)
  • She is wiser than I thought. (তুলনা)
  • Unless you help me, I will die. (শর্ত)

Clause Identify করার Special টেকনিক

Special টেকনিক -১: পরীক্ষার প্রশ্নতে আসা Underline কৃত Clause-এর ভিতর যা ইচ্ছে থাকুন না কেন আপনি Clause-টি হাত দিয়ে সেই ঢেকে ফেলুন। এরপর দেখুন Underline কৃত Clause-টি ছাড়া বাক্যের বাকি অংশটি দ্বারা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে কিনা। যদি বাক্যের বাকি অংশটি দ্বারা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তাহলে তবে তা Adverbial Clause হবে।

-Advertisements-
  • They will go out to play when they complete their study. (Adverbial Clause)
  • I shall go where he lives. (Adverbial Clause)

Special টেকনিক -২: আর যদি বাক্যের বাকি অংশটি দ্বারা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ না করে তাহলে দেখুন Clause-marker-এর পূর্ববর্তী অংশ কী আছে। Clause-marker-এর পূর্ববর্তী অংশ যদি Noun থাকে তাহলে সেটি Adjective Clause হবে।

  • I saw the person who stole my book. (Adjective Clause)
  • This is the boy whose pocket was picked fell into trouble. (Adjective Clause)

Special টেকনিক -৩: আর যদি Clause-marker-এর পূর্ববর্তী অংশে Verb থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনি Underline কৃত Clause-টির বদলে It ব্যবহার করুন। It দ্বারা যদি বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তবে তা Noun Clause হবে, It দ্বারা যদি বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ না করে তা Adverbial Clause হবে।

I know that lie was passed. (I know it. এখানে Clause-টির বদলে ‘it’ বসালে বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। অতএব এটি একটি Noun Clause)

You may go where you want. (You may go it. এখানে Clause-টির বদলে ‘it’ বসালে বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না। অতএব এটি একটি Adverbial Clause)

-Advertisements-

পরীক্ষার হলে যেখানে ভুল হতে পারে

* Preposition-এর পরে যে Clause-ই আসুক না কেন, দেখা মাত্রই চোখ বন্ধ করে Noun Clause হিসেবে উত্তর করবেন। যেমন-

It depends on what you really want. এখানে ‘on Preposition-এর পরে what you really want’ Clause-টি এসেছে। অতএব এটি একটি Noun Clause. আরেকটি উদাহরণ দেখে নেয়া যাক- Please, listen to what I say.

* Pronoun-এর Objective Form-এর পর কোনাে Clause আসলে তা সাধারণত Noun Clause হয়। যেমন-

-Advertisements-

Tell me where she lives.

এখানে ‘I’ Pronoun-এর Objective Form হিসেবে ‘me’ বসেছে এবং ‘me’-এর পরে where she lives’ Clause-টি

এসেছে। অতএব এটি একটি Noun Clause। আরাে কিছু এই জাতীয় Noun Clause-এর উদাহরণ দেখে নেয়া যাক-

  • He explained me why she did so.
  • I told him what he wanted to know.
  • I may show you whatever you like.

*As/Since/Though/Althouth/if ইত্যাদি Adverb দ্বারা যুক্ত কোনাে Clause দেখলে চোখ বন্ধ করে Adverbial Clause হিসেবে উত্তর করবেন। যেমন-

-Advertisements-
  • As he is ill, he cannot walk fast.
  • Although he is poor, he is honest.
  • Since he is strong, he can carry the bag.
  • If you come, I shall go.

* Adjective এর পরে কোনাে Clause আসলে সেটি Noun Clause হবে। যেমন-  I am happy that you have passed the BCS exam.

এখানে happy’ Adjective-এর পরে ‘that you have passed the BCS exam Clause-টি এসেছে। অতএব এটি একটি

Noun Clause. এখানে উল্লেখ্য যে, ‘happy’ adjective-এর noun হলাে ‘happiness’. আরেকটি উদাহরণ দেখে নেয়া যাক-

I am sure that he will be a BCS cadre.

-Advertisements-

এখানে ‘sure’ Adjective-এর পরে that he will be a BCS cadre’ Clause-টি এসেছে। অতএব এটি একটি Noun Clause. এখানে উল্লেখ্য যে, ‘sure’ adjective-এর noun হলাে ‘surety’.

* Noun-এর পর কোনাে Clause আসলে সেটি Adjective Clause হয়। কেননা, Adjective Clause সবসময় Noun-এর পরে

বসে এবং Noun-কে modify করে। অতএব, Noun-এর পর কোনাে Clause আসলে সেটি সাধারণত Adjective Clause হয়ে

থাকে। যেমন- “The man who came here is my brother. (Adjective Clause)

-Advertisements-

কেননা, এখানে ‘who came here‘ Clause-টির আগে The man শব্দটি আছে, আর The man শব্দটি একটি Noun.

It is true that the person is honest. (Noun Clause)

উপরিউক্ত বাক্যটির Clause-টি that’ যুক্ত একটি Clause, যার পূর্বে true হলাে একটি Adjective. আমরা জানি, Adjective- এর পর that’ যুক্ত কোনাে Clause আসলে সেটি সাধারণত Noun Clause-ই হয়। অতএব এটি একটি Noun Clause.

বি.দ্র: আমাদের মনে রাখতে হবে, Noun-এর পর কোনাে Clause আসলে সেটি হয় Adjective Clause, আর Adjective -এরপর কোনাে Clause আসলে সেটি হয় Noun Clause.

-Advertisements-

*Am/is/are/was/were-এর আগে বা পরে এককভাবে যে Clause-ই আসুক না কেন তা সবসময় Noun Clause হবে।

  • That he is honest is known to us. (Noun Clause)
  • Why he has done this is unclear. (Noun Clause)
  • What he did was praiseworthy. (Noun Clause)
  • The question is how he will respond. (Noun Clause)

কিন্তু  ‘The man who came here is my brother.” (Adjective Clause) কেন্না, এখানে ‘who came here” Clause-fo এককভাবে বসে নি, তার আগে The man শব্দটি আছে, আর The man শব্দটি হলাে বাক্যের Subject। আমরা জানি, বাক্যের Subject সাধারণত Noun বা Pronoun অথবা Noun-এর সম-মর্যাদা সম্পন্ন কোনাে শব্দ বা শব্দগুচ্ছ বাক্যের Subject হতে পারে। অতএব এটি একটি Noun. আমরা জানি, Noun-এর পর কোনাে Clause আসলে সেই Clause-টি Adjective Clause হয়। কেননা, Adjective Clause সবসময় Noun-এর পরে বসে। তাই এটি একটি Adjective Clause. একই নিয়ম নিচের বাক্যগুলাের ক্ষেত্রেও প্রযােজ্য।

  • The man to whom you spoke is my brother. (Adjective Clause)
  • The book which I bought is lost. (Adjective Clause)

*অতএব আমরা শিখলাম, am/is/are/was/were-এর আগে এককভাবে কোনাে Clause না এসে যদি ঐ Clause-এর পূর্বে Noun থাকে তবে সেই Clause-টি Adjective Clause এবং এককভাবে কোনাে Clause আসলে তা সবসময় Noun Clause হবে।

*** Am/is/are/was/were ছাড়াও যদি অন্য যে কোনাে Verb-এর আগে এককভাবে কোনাে Clause আসলে সেই Clause-টি Noun Clause হবে। যেমন-

-Advertisements-

When he leaves the country seems to be a vital question.

এখানে ‘seem’ Verb-এর পূর্বে ‘When he leaves the country’ Clause-টি এসেছে। অতএব এটি একটি Noun Clause.

***Am/is/are/was/were ছাড়া অন্য যে কোনাে Verb-এর পরে কোনাে Clause আসলে Clause-টির বদলে প্রথমে it ব্যবহার করুন। যদি it দ্বারা বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তাহলে সেটি Noun Clause হবে, আর যদি it দ্বারা বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তাহলে সেটি Adverbial Clause হবে।

  • I know that he has done the work. (I know it. এর দ্বারা বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। অতএব এটি একটি Noun Clause)
  • I shall go where the lives. (I shall go it. এর দ্বারা বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না। অতএব এটি একটি Adverbial Clause)

এইবার তাহলে দেখুন, এই টপিকটির ওপর একটু আগে যে Rules শিখেছেন, তার সাথে বিগত সালের প্রশ্নে মিল খুঁজে পান কিনা

-Advertisements-
  1. Strike while the iron is hot is an example of… [38th BCS]   
  • (a) Noun clause
  • (b) Adjective clause
  • (c) Adverbial clause (Correct)
  • (d) Subordinate clause
  1. This is the book I lost. Here ‘I lost’ is- [37″ BCS]
  • A noun clause
  • An adverbial clause
  • An adjective clause (Correct)
  • None of the three

Phrase Identify করার Special টেকনিক 

Phrase: Phrase হলাে এমন শব্দগুচ্ছ যার মধ্যে কোন Finite verb বা সমাপিকা ক্রিয়া থাকবে না। অন্যভাবে বলা যায়, কতকগুলাে word যখন একত্র হয় তখন তাদের সমষ্টিকে Phrase বলে। মূলত দুই বা তারও বেশি শব্দ মিলে যখন একটি শব্দের মতাে কাজ করে তখন তাকে Phrase বলে।

Phrase ও Clause-এর মধ্যে মূল পার্থক্য হলাে, Phrase বলতে এমন কতগুলাে শব্দকে বােঝায়, যার মধ্যে কোনাে Finite verbবা সমাপিকা ক্রিয়া থাকে না, শুধু কতগুলাে শব্দ থাকে। Clause বলতে এমন কতগুলাে শব্দকে বােঝয় যার মধ্যে অবশ্যই একটি Finite verb বা সমাপিকা ক্রিয়া থাকবে। অন্যভাবে বলা যায়, Clause এমন একটি খণ্ড বাক্য বা একটি বড় বাক্যের অন্তর্গত একটি ছােট বাক্য যার মধ্যে সাধারণত একটি Subject এবং verb একটি থাকে। Phrase এর অর্থ হলাে ‘শব্দসমষ্টি’ আর Clause এর অর্থ হলাে ‘খণ্ড বাক্য’। যেমন-

  • She gave me a diamond chain. (Phrase)
  • She gave me a chain which was made of diamond. (Clause)

 

-Advertisements-

উপরের দুটি বাক্য খেয়াল করলে দেখা যাবে যে, প্রথম বাক্যে আন্ডারলাইনকৃত শব্দসমষ্টির মধ্যে কোনাে verb নেই কেবল দুটি শব্দ আছে। অতএব এটি একটি Phrase-এর উদাহরণ। আবার, দ্বিতীয় বাক্যে আন্ডারলাইনকৃত শব্দসমষ্টির মধ্যে ‘was’ শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে এবং which’ শব্দটি ‘was’ verb-এর Subject হিসেবে ব্যবহৃত হয়েছে। অতএব এটি একটি Clause- এর উদাহরণ। নিচের বাক্যগুলাে খেয়াল করুন-

  • The students arrived late because of the traffic jam. (Phrase)
  • The students arrived late because there was traffic jam. (Clause)

 Phrase-এর প্রকারভেদ:

Clause-এর মতাে Phrase-এর প্রকারভেদ সুনির্দিষ্ট নয়; Phrase অনেক প্রকার হতে পারে। তবে এখানে পরীক্ষাতে সচরাচর যে Phrase-গুলাে আসে কেবল সেইসব গুরুত্বপূর্ণ Pharse-গুলাে নিচে আলােচনা করা হলাে। যেমন-

Noun Phrase:

যে Phrase Noun এর মতাে কাজ করে তাকে Noun Phrase বলে।

চেনার সহজ উপায়: সাধারণত বাক্যকে কী, কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনাে Phrase উত্তর দেয় তাহলে সেটি Noun Phrase হবে। Noun Phrase সাধারণত বাক্যের Subject অথবা Object হয়।

-Advertisements-

The rivers of Bangladesh are beautiful. (বাংলাদেশের নদী অনেক সুন্দর।)

ব্যাখ্যা: এখানে বাক্যের Subject হিসেবে ‘are’ Verb এর আগে ‘The rivers of Bangladesh’ বসেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন ‘কী সুন্দর? তখন উত্তর দিবে- ‘বাংলাদেশের নদী’ অর্থাৎ, ‘The rivers of Bangladesh’.

Tlie blue sky looks very nice. (নীল আকাশটি অনেক সুন্দর।)

ব্যাখ্যা: এখানে বাক্যের Subject হিসেবে ‘looks’ Verb এর আগে ‘The blue sky’ বসেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, ‘কী অনেক সুন্দর?’ তখন উত্তর দিবে- ‘নীল আকাশটি’ অর্থাৎ, ‘The blue sky’.

-Advertisements-

She has a face with smile. (তার একটি হাস্যোজ্জ্বল মুখ আছে।)

ব্যাখ্যা: এখানে বাক্যের Object হিসেবে ‘has’ Verb এর পরে ‘a face with smile’ বসেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, ‘তার কী আছে?’ তখন উত্তর দিবে- ‘একটি হাস্যোজ্জ্বল মুখ’ অর্থাৎ, ‘a face with smile’

বি.দ্র: আপনি চাইলে আরাে অনেক সহজে এই Phrase-গুলাে মনে রাখতে পারেন। যদি প্রশ্নেতে দেখেন যে Article দ্বারা কোনাে Phrase শুরু হয়েছে, দেখা মাত্রই চোখ বন্ধ করে Noun Phrase হিসেবে উত্তর করবেন। এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন, উপরের প্রত্যেকটি Phrase Article দ্বারা শুরু হয়েছে।

Adjective Phrase:

যে Phrase Adjective এর মতাে কাজ করে তাকে Adjective Phrase বলে।

-Advertisements-

চেনার সহজ উপায় : সাধারণত বাক্যকে কেমন, কী রকম দ্বারা প্রশ্ন করলে যদি কোনাে Phrase উত্তর দেয় তাহলে সেটি Adjective Phrase হবে। Adjective Phrase বাক্যের Noun বা Pronoun-এর আগে বা পরে বসে। মনে রাখতে হবে যে, Adjective Phrase-ও Adjective এর মতাে Noun বা Pronoun ব্যতীত অন্য কোনাে শব্দকে Modify করে না।

He is a man of noble principles. (সে একজন মহৎ গুণাবলির অধিকারী ব্যক্তি।)

ব্যাখ্যা: এখানে ‘man’ শব্দটি Noun. ‘man’-এর পরে ‘of noble principles’ বসে ‘man’কে Modify করেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, সে কেমন ব্যক্তি?’ তখন উত্তর দিবে- ‘মহৎ গুণাবলির অধিকারী’ অর্থাৎ, ‘of noble principles’.

There is no hard and fast rule in the film making. (ছবি তৈরির ভিতরে কোনাে ধরাবাঁধা নিয়ম নেই।)

-Advertisements-

ব্যাখ্যা: এখানে ‘rule’ শব্দটি Noun. rule’-এর আগে ‘hard and fast’ বসে ‘rule’কে Modify করেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, কী রকম নিয়ম নেই?’ তখন উত্তর দিবে- ‘ ধরাবাধা’ অর্থাৎ, ‘hard and fast’,

A woman with a veil over her body approached the doctor.

(শরীরে ঘােমটা পেঁচানাে একজন নারী ডাক্তারের কাছে উপস্থিত হয়েছিল।)

২: এখানে ‘woman’ শব্দটি Pronoun.’woman’-এর পরে ‘with a veil over her body’ বসে ‘woman’কে Modify

-Advertisements-

শুরই। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, ‘কেমন নারী উপস্থিত হয়েছিল?’ তখন উত্তর দিবে- ‘শরীরে ঘােমটা পেঁচানাে অর্থাৎ,

sa eil over her body’.

Adverbial Pharse: 

যে Phrase Adverb এর মতাে কাজ করে তাকে Adverbial Phrase বলে।

চেনার সহজ উপায়: সাধারণত বাক্যকে কখন, কোথায়, কেন, কীভাবে দ্বারা প্রশ্ন করলে যদি কোনাে Phrase উত্তর দেয় তাহলে সেটি Adverbial Phrase হবে। মনে রাখতে হবে যে, Adverbial Phrase-ও Adverb এর মতাে Noun বা Pronoun ব্যতীত অন্য যেকোনো শব্দকে Modify করতে পারে ।

-Advertisements-

 He worked with all sincerity (সে পূর্ণ আন্তরিকতার সাথে কাজটি করেছিল।)

ব্যাখ্যা: উক্ত বাক্যে ‘worked’ শব্দটি Verb.’worked’-এর পরে ‘with all sincerity’ বসে ‘worked’কে Modify করেছে। এখানে যদিবাক্যকে প্রশ্ন করা হয়, সে কাজটি কীভাবে করেছিল? তখন উত্তর দিবে- ‘পূর্ণ আন্তরিকতার সাথে’ অর্থাৎ ‘with all sincerity’.

He lives in the suburb of Dhaka. (সে ঢাকার উপশহরে বাস করে।)

ব্যাখ্যা: উক্ত বাক্যে ‘lives’ শব্দটি Verb.’lives’-এর পরে ‘in the suburb of Dhaka’ বসে ‘lives’কে Modify করেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, সে কোথায় বাস করে?’ তখন উত্তর দিবে- ‘ঢাকার উপশহরে’ অর্থাৎ ‘in the suburb of Dhaka’. নিচের উদাহরণটি দেখা যাক-

-Advertisements-

He tried heart and soul to pass the exam.

ব্যাখ্যা: উক্ত বাক্যে ‘tried’ শব্দটি Verb.’tried’-এর পরে ‘heart and soul’ বসে ‘tried’কে Modify করেছে। এখানে যদি বাক্যকে প্রশ্ন করা হয়, ‘সে কীভাবে চেষ্টা করেছে?’ তখন উত্তর দিবে- ‘আপ্রাণভাবে’ অর্থাৎ ‘heart and soul’.

Verbal Phrase:

Verb থেকে যে Phrase-এর উৎপত্তি হয়েছে তাকে Verbal Phrase বলে। সহজ কথায়, verb এর মতাে কাজ করে যে Phrase তাকে Verbal Phrase বলে।

চেনার সহজ উপায়: Verb দ্বারা যদি কোনাে Phrase রু হয়, তবে দেখা মাত্রই চোখ বন্ধ করে Verbal Phrase হিসেবে উত্তর করবেন।

-Advertisements-
  • He would make a noice.
  • We are going to see our parents.
  • Do not look down upon the poor.

এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন, উপরের প্রত্যেকটি Phrase Verb দ্বারা শুরু হয়েছে।

Prepositional Phrase:

যে Phrase Preposition এর মতাে কাজ করে তাকে Prepositional Phrase বলে।

চেনার সহজ উপায় : কোনাে Phrase যদি Preposition দ্বারা শুরু হয় এবং Preposition দ্বারাই শেষ হয়, তবে দেখা মাত্রই চোখ বন্ধ করে Prepositional Phrase হিসেবে উত্তর করবেন। যেমন-

  • He was absent on account of illness.
  • Rahim stood in front of me.
  • In spite of his illness, he attended the meeting.

এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন, উপরের প্রত্যেকটি Phrase Preposition দ্বারা শুরু হয়েছে এবং শেষও হয়েছে এবং Preposition দ্বারা।

-Advertisements-

Conjunctional Phrase:

যে Phrase Conjunction এর মতাে কাজ করে তাকে Conjunctional Phrase বলে।

চেনার সহজ উপায় : Conjunctional Phrase একই বাক্যের দুটি Clause বা দুটি Phrase-কে যুক্ত করে। Conjunctional Phrase গুলো হল as soon as, as far as, as much as, as early as, as quickly as, as well as, as long as, along with, Not only … but also, No sooner … than ইত্যাদি এই জাতীয় শব্দগুলাে। যেমন-

  • Complete your study as quickly as you can.
  • Fahim as well as his friends has decided to leave London.
  • Not only he but also his brother went to college.

Interjectional Phrase:

যে Phrase Interjection এর মতাে কাজ করে তাকে Interjecctional Phrase বলে । সহজ কথায়, কয়েকটি শব্দ মিলে যখন Interjection এর মতাে কাজ করে তখনই তাকে Interjecctional Phrase বলে।

চেনার সহজ উপায় : কোনাে Phrase-এর পরে যদি ‘বিস্ময়সূচক চিহ্ন’ অর্থাৎ ‘Exclamatory চিহ্ন থাকে, তবে দেখা মাত্রই চোখ বন্ধ করে Interjecctional Phrase হিসেবে উত্তর করবেন। যেমন-

-Advertisements-
  • Oh my God! What are you saying?
  • What a pity! The man is dead.

Infinitive Phrase:

যে Phrase Infinitive-এর মতাে কাজ করে তাকে Infinitive Phrase বলে ।

চেনার সহজ উপায় : আমরা জানি, to + Verb-এর base form-কে Infinitive বলে। অতএব কোনাে Phrase যদি to + Verb-এর base form দ্বারা শুরু হয়, তবে দেখা মাত্রই চোখ বন্ধ করে Infinitive Phrase হিসেবে উত্তর করবেন। যেমন-

  • To swim regularly is good for health.
  • I am happy to see you.
  • I am glad to know your success.

[বি.দ্র: কখনাে কখনাে Infinitive Phrase-কে Noun Phrase হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ Infinitive Phrase-ই আছে নাম Noun Phrase। তবে পরীক্ষাতে কখনাে একই সাথে এই দুটি অপশন থাকবে না।

Participle Phrase:

যদি কোনাে Phrase Participle দ্বারা শুরু হয় এবং Participle-এর মতাে কাজ করে তাকে Participle Phrase বলে। এখানে উল্লেখ্য যে, Participle গুলাে মূলত Adjective-এর মতাে কাজ করে। অর্থাৎ, ” Verb Adjective-এর মতাে কাজ করে তাকে Participle বলে। আর Participle Phrase গুলাে Participle-এর মতাে কাজ করে।

-Advertisements-

চেনার সহজ উপায়: Participle Phrase গুলাে তিনভাবে শুরু হতে পারে। যথা: 1. Present Participle, 2. Past Participle, 3.Parfect Participle এবং Participle Phrase সবসময় Noun-এর আগে বসে Noun-কে Modify করে। অর্থাৎ, Participle Phrase-এর পরে কোনাে না কোনােভাবে Noun যুক্ত থাকবেই। যেমন-

  • Don’t try to catch the running train. (Present Participle Et sifu Participle Phrase)
  • Loudly knocking at the door, he demanded admission. (Present Participle atat de Participle Phrase)
  • We found the broken chair. (Past Participle that afdo Participle Phrase)
  • I have finished my work. (Past Participle Tat ufoo Participle Phrase)
  • Having eaten rice, he went to sleep. (Parfect Participle but do Participle Phrase)
  • He left the place having completed the work. (Parfect Participle taso Participle Phrase)

.

পরীক্ষার হলে যেখানে ভুল হতে পারে-

◊ Am/is/are/was/were-এর আগে বা পরে এককভাবে যে Phrase-ই আসুক না কেন তা সাধারণত Noun Phrase হয়ে থাকে।

-Advertisements-
  • The rivers of Bangladesh are beautiful.
  • Dhaka is the capital city.

◊ Article দ্বারা কোনাে Phrase শুরু হলে, দেখা মাত্রই চোখ বন্ধ করে Noun Phrase হিসেবে উত্তর করবেন। যেমন-

  • My father is a man of letter.

◊ Possessive Adjective দ্বারা কোনাে Phrase রু হলে, দেখা মাত্রই চোখ বন্ধ করে Noun Phrase হিসেবে উত্তর করবেন। যেমন-

  • We should take care of our health.

Preposition-এর পরে যে Phrase -ই আসুক না কেন, দেখা মাত্রই চোখ বন্ধ করে Noun Phrase হিসেবে উত্তর করবেন। যেমন-

  • They came to new home.

◊ Quantifier-এর পরে অর্থাৎ সংখ্যা বা পরিমাণবাচক কোনাে শব্দের পরে যে Phrase-ই আসুক না কেন, দেখা মাত্রই চোখ বন্ধ করে Noun Phrase হিসেবে উত্তর করবেন। যেমন-

-Advertisements-
  • They have a few friends.
  • He has not enough sugar to make a cup of tea.
  • I have no kith and kin in this town.

Appositive হিসেবে যে Phrase-ই আসুক না কেন, দেখা মাত্রই চোখ বন্ধ করে Noun Phrase হিসেবে উত্তর করবেন।

যেমন- Sakib-Al-hasan, the captain of Bangladesh Cricket Team, is an all-rounder.

[বি.দ্র: Appositive সবসময় বাক্যের Subject-এর পরে বসে বাক্যের Subject সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। Appositive চেনার সহজ উপায় হলাে, এর সামনে পিছনে সাধারণত একটি করে কমা থাকে।]

◊ Infinitive Phrase – কোনাে বাক্যে Subject বা Object হিসেবে ব্যবহৃত হলে সেটি Noun Phrase হবে। যেমন-

-Advertisements-
  • To swim regularly is good for health. (Subject হিসেবে ব্যবহৃত)
  • They like to play cricket. (Object হিসেবে ব্যবহৃত)

Adjective দ্বারা কোনাে Phrase শুরু হলে, দেখা মাত্রই চোখ বন্ধ করে Noun Phrase হিসেবে উত্তর করবেন। যেমন-

The criminal got capital punishment.

(উপরের বাক্যে capital হলাে Adjective এবং punishment হলাে Noun.

◊ Noun-এর আগে বা পরে কোনাে Phrase আসলে সেটি Adjective Phrase হয়। কেননা, Adjective সবসময় Noun-কে modify করে। আমরা জানি, Noun-কে একমাত্র Adjective-ই modify করতে পারে। যেমন-

-Advertisements-
  • There is no hard and fast rule in film making.
  • I saw a woman with black eyes.

[বি.দ্র: আমাদের মনে রাখতে হবে, Noun-এর আগে বা পরে কোনাে Phrase আসলে সেটি হয় Adjective Phrase, কিন্তু Adjective-এর পরে কোনাে Phrase আসলে সেটি হয় Noun Phrase.]

এইবার তাহলে দেখুন, এই টপিকটির ওপর একটু আগে যে Rules শিখেছেন, তার সাথে বিগত সালের প্রশ্নে মিল খুঁজে পান কিনা?

1.  ‘To win a prize is my ambition.’ The underlined part of the sentence is a/an-[41* BCS]

  • adjective phrase
  • noun phrase (correct answer)
  • adverb phrase
  • conjunctional phrase

2. ‘He ran with great speed.’ The underlined part of the sentence is a— [40th BCS]

-Advertisements-
  • noun phrase
  • adverb phrase (correct answer)
  • adjective phrase
  • participiple phrase

3. He worked with all sincerity/ The underlined phrase is— [37h BCS]

  • A noun phrase
  • An adjective phrase
  • An infinitive phrase
  • An adverbial phrase (correct answer)

 

Best wishes

-Advertisements-