Subject-Verb Agreement
শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই নয়, ইংরেজি গ্রামারে Subject Verb Agreement সবক্ষেত্রেই গুরুত্বপূর্ন। মোটকথা এ বিষয়টি যদি আপনি এড়িয়ে যান তাহলে Grammar আপনার কাছে অসম্পূর্ণ থেকে যাবে, সন্দেহ নেই।
Subjecf-Verb Agreement এর সাধারণ নিয়ম হলাে, Subject যদি Singular হয়, Verb ও Singular হয়, এবং Subject যদি Plural হয়, Verb হয় Plural। অর্থাৎ Number ও Person ভেদে এর সাথে am, have, was ইত্যাদি বসে; He/She-এর সাথে is, has, was এবং You এর সাথে are, have, were হয়। যেমন-
I am taking preparation for the next BCS exam.
He is learning English.
You are taking preparation for the next BCS exam.
They are going home.
নােট : You যদিও Second person এবং You-এর Singular form ও Plural form দেখতে একই রকম কিন্তু You সব সময় verb-এর Plural form গ্রহণ করে।
যেমনঃ You are trying to do your best. You always go to college.
মনে রাখতে হবে, Auxiliary Verb হিসেবে ব্যবহৃত হতে পারে এমন Verb ছাড়া পৃথিবীতে যত Verb আছে প্রত্যেকটি Verb জন্মগতভাবে Plural, কিন্তু আমরা আমাদের প্রয়ােজনে সেটির সাথে ‘s’ বা ‘es’ যুক্ত করে Singular বানাই। আমাদের আরাে মনে রাখতে হবে যে, Noun এর সাথে ‘s’ বা ‘es’ যুক্ত করলে হয় Plural কিন্তু Verb-এর সাথে ‘s’ বা ‘es’ যুক্ত করলে Singular হয়। যেমন-
The boy goes to college.
The boys go to college.
উপরের প্রথম বাক্যটিতে The boy হলাে Subject. The boy একটি Singular Subject তাই ‘go’ Verb-টির সাথে ‘es” যুক্ত করে Singular বানানাে হয়েছে। আবার দ্বিতীয় বাক্যটিতে The boys হলাে Subject. The boys একটি Plural Subject তাই ‘go’ Verb-টির সাথে কোনােকিছু যুক্ত করা হয়নি। কেননা, Auxiliary Verb হিসেবে ব্যবহৃত হতে পারে এমন verb ছাড়া পৃথিবীতে যত Verb আছে প্রত্যেকটি Verb জন্মগতভাবে Plural. অর্থাৎ, ‘go’ Verb-টি স্বাভাবিকভাবে Plural তাই একে নতুন করে Plural করতে হয়নি। নিচের বাক্যে ভুল অংশটি চিহ্নিত করুন-
Tomatoes grows all year long in china.
(a) Tomatoes (b) All (c) Grows (d) in
ব্যাখ্যা: এখানে Subject-টি plural তাই verb-টিও plural হবে। অর্থাৎ grows হবে না, হবে grow. অতএব উত্তর হবে (c).
[একটি ব্যতিক্রমী উদাহরণ হলাে- “Sweet are the uses of adversity.”
উপরের বাক্যটিতে Sweet’ হলাে বাক্যের Subject। এখানে বাক্যের Subject Singular হওয়া সত্ত্বেও বাক্যের Verb ‘Singular’ না হয়ে ‘Plural হয়েছে। কারণ এটি William Shakespeare-এর ‘As You Like It’ নামক কমেডি নাটক থেকে নেয়া একটি উদ্ধৃতি; তাই একে চাইলেও পরিবর্তন করা যাবে না।]
- And দ্বারা দুটি singular বা plural subject যুক্ত হলে verb-টি plural হয়। যেমন-
He and I are doing the work.
Rahim and Karim are two friends.
Choose the right word.
Jamal and I … to school.
(a) walking (b) walks (c) walk (d) are walk
Ans: c
- সাধারণত and দ্বারা দুটি Singular Subject যুক্ত হয় তবে verb-টি plural হয়। তবে উক্ত Noun দুটি দ্বারা একই ভাব বা অর্থ প্রকাশ করলে verb-টি singular হবে।
Slow and steady – the race.
(a) win (b) has won (c) wins (d) won
Ans: c
একইভাবে
* Bread and butter is my favourite breakfast.
* The horse and carriage is ready.
* ব্যতিক্রম: Time and tide wait for none,
- And দ্বারা দুই বা তারও বেশি Subject যুক্ত হওয়া সত্ত্বে যদি subject দ্বারা একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে verb-টি singular হবে আর পৃথক পৃথক ব্যক্তি বা বস্তুকে বােঝালে verb-টি plural হবে।
The headmaster and secretary of the school was present in the meeting.
The headmaster and the secretary of the school
were present in the meeting.
* ব্যাখ্যা: ২য় বাক্যে Subject-এর
উভয় Noun-এর সাথে the বসায় তাদেরকে পৃথক পৃথকভাবে বুঝিয়েছে। তাই verb টা plural হয়েছে।
আসুন বিষয়টি আরাে সহজভাবে শিখি- And দ্বারা যুক্ত দুটি subject-এর আগে যদি the থাকে তাহলে verb-টি plural হবে; আর যদি দুটি subject-এর আগে the না থেকে একটি subject-এর আগে the থাকে তাহলে verb-টি singular হবে। আচ্ছা আপনিই ভেবে দেখুন তাে ১টি the + ১টি the = ২টি the হয় না? আর ২টি জিনিস বােঝালে singular হয় নাকি plural হয়.
- And দ্বারা দুই বা তারও বেশি Subject-যুক্ত হওয়া সত্ত্বেও যদি কোনাে একটির Subject-এর আগে অথবা দুটির আগেই যদি Each বা Every থাকে তাহলে verb-টি singular হবে। অর্থাৎ, And দ্বারা যুক্ত কোনাে subject-এর আগে Each বা Every থাকলেই verb-টি singular হবে; হােক সেটা একটির আগে কিংবা দুটির আগে। যেমন-
Each boy and girl is present today.
Each boy and each girl is present today.
Every man and woman is present today.
Every man and every woman is present today.
Every man, woman and child is present at the festival.
Every member of my family is here tonight.
- কোনো Indefinite pronoun তথা Everybody, Everyone, Somebody, Someone, Anybody, Anyone, Nobody, No one, None, Nothing, Something, Anything ইত্যাদি যদি বাক্যের subject হয় তাহলে verb টি সবসময় Singular হবে। যেমন-
Everybody loves an honest man.
Nobody believes a liar.
Someone has stolen my pen.
Something is better than nothing.
Anything can be happened.
None is present today.
Choose the correct sentence.
(a) Everything has been done to help him.
(b) Everything have been done to help him.
(c) Everything are done to help him.
(d) Everything was did to help him.
Ans: a
Choose the correct sentence.
(a)Everybody have gone there (b) Everybody are gone there
(c) Everybody has gone there (d) Everybody has went there
Ans: C
- দুই বা ততোধিক Subject যদি or, either… or, neither…nor, not… but, not only…but also want to a তাহলে তাদের পরবর্তী subject অনুযায়ী Verb বসবে। অর্থাৎ, তাদের পর Subject যদি Singular হয়, Verb হয় Singular হয় এবং Subject যদি Plural হয়, Verb হয় Plural।
He or his brother has done the work.
He or his brothers have done the work.
Neither he nor his brother has done the work.
Neither he nor his brothers have done the work.
Not Rahim but Karim is responsible for this.
Not only Rahim but also his friends are responsible for this.
* ব্যতিক্রম: Both… and এর ক্ষেত্রে Verb সবসময় Plural হয়। যেমন:
Both he and I are present today
- Each of, Either of a Neither of যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে এপর Plural Noun/Plural Pronoun হয় কিন্তু তার Verb-টি সবসময় Singular হবে।
Neither of students has done this.
Either of students was present.
Neither of these two women is to be trusted.
- One of বাক্যের Subject হলে এরপর Plural Noun/Plural Pronoun হয় কিন্তু তার verb-টি সবসময় Singular হবে।
At least one of the students – full marks every time.
(a) get (b) are getting (c) gets (d) have get Ans: c
Which of the following sentences is correct?
(a) One of my friends are a lawyer.
(b) One of my friends is a lawyer
(c) One of my friend is a lawyer
(d) One of my friend are lawyerlawyer
Ans: b
- As well as, in addition to, with, along with, together with এই শব্দগুলোর কোনো একটি যদি বাক্যে থাকে তাহলে তার পূর্ববর্তী যে Subject থাকবে সেই অনুযায়ী verb বসবে।
* Rahim together with his friends is going to college.
* The father with his three sons – left the place.
have (b) were (c) has (d) will
Ans: c
The verb agrees with the subject in –
(a) He as well as his two brothers are skilful divers
(b) He as well as his two brothers were Skilful divers
(c) He as well as his two brothers have been skilful divers
(d) He as well as his brother is a skilful diver
Ans: d
- Collective Noun দ্বারা অখণ্ড সমষ্টিকে বা ঐকমত্য বােঝালে Verbটি Singular হয় কিন্তু খণ্ডিত বা ভিন্নমত বোঝালে Verbটি Plural হয়।
* The jury has ordered to hang the person.
* The jury are divided in their opinions.
* The committee has approved the new member.
* The committee were divided in their opinions.
স্পেশাল টেকনিক: Collective Noun-এ ভিন্নমত বােঝাতে Verb-টির পরে সাধারণত divided শব্দটি থাকে। অর্থাৎ, এই ক্ষেত্রে বাক্যে মধ্যে divided শব্দটি দেখলে Plural Verb বসাবেন, আর অন্য সকল ক্ষেত্রে Singular Verb বসাবেন।
- গাণিতিক যুক্তির ক্ষেত্রে অর্থাৎ যােগ, বিয়ােগ, গুণ, ভাগের বেলায় verb সবসময় Singular হয়।
Two and two makes four.
Five plus ten is fifteen.
Twenty minus three is seventeen.
- কোনাে বাক্যের Subject দ্বারা নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট ওজন, সময়, বা অর্থ বুঝাতে কোনাে Subject দেখতে Plural হলেও পরবর্তী verb-টি Singular হয়।
Ten miles is a long distance.
Three kilograms is not a heavy weight.
Two thousand dollars is my cash.
- Cattle, Aristocracy, Poultry, People, Peasantry, Gentry ইত্যাদি noun গুলো দেখতে plural হলেও এগুলাে আসলে Plural হওয়ায় verb-টিও plural হবে।
* Cattle are grazing in the field.
* People are praying for prosperity.
- News, Mathematics, Physics, Gallows, Politics ইত্যাদি দেখতে plural হলেও এরা মূলত Singular হওয়ায় Verb-টিও Singular হবে।
* Good news is expected.
Physics is my favourite subject.
* No news —good news.
Has b) are c) is d) were Ans. C
- দেশ, বই, ম্যাগাজিন, চলচিত্র, সংবাদপত্র, নাটক নামে Plural Noun থাকলেও verb-টি সর্বদা Singular হবে।
* The Arabian Nights ……. still a great favourite.
Has b) are c) is d) were c) is Ans. c
- কেননা Noun-এর পূর্বে নির্দিষ্ট সংখ্যাবাচক Adjective, যেমন- A pair, A dozen, hundred, thousand ইত্যাদি থাকলে verb-টি Singular হয়।
* A pair of shoes was bought for him.
* One/A dozen of poems was distributed.
- যতই আধিক্য বােঝানাে হােক না কেন বাক্যের Subject যদি Uncountable Noun হয় তাহলে verb-টি সর্বদা Singular হবে।
* A lot of money was spent.
* A huge quantity of sugar was expected.
- Fraction অর্থাৎ ভগ্নাংশ যদি বাক্যের প্রথমে থাকে তাহলে Fraction-এর পরবর্তী subject অনুযায়ী Verb বসবে।
One-third of the work is done.
One-third of the students are absent today.
Two-thirds of the work is done.
Two-thirds of the students are absent today.
বি.দ্রঃ ভগ্নাংশের লব ১ হলে হরটি Singular হয়, আর ভগ্নাংশের লব ১-এর বেশি হলে হরটি Plural হয়। অর্থাৎ, হর-এর সাথে ‘s’- যোগ করতে হবে যেমন One-third কিন্তু , Two-thirds, Three-fifths.
* Three-fourths of the work has been finished.
- A number of দিয়ে কোনাে বাক্যে শুরু হলে Noun এবং Verb দুটিই Plural হবে কিন্তু The number of দিয়ে কোনাে বাক্যে শুরু হলে Noun হবে Plural এবং Verb হবে Singular। এখানে উল্লেখ্য যে, A number of দ্বারা একটিকে বােঝায় না বরং অনির্দিষ্ট অসংখ্যকে বােঝায়। আবার The number of দ্বারা অনেকগুলাের মাঝে নির্দিষ্ট করে একটিকে বোঝায়।
A number of students are present today.
The number of students is present today.
Select the correct answer.
- a) The number of people was very high. b) The number of people were very high.
- c) The number of peoples was very high. d) The number of peoples were very high. Ans. a
বি.দ্র: A number of-এর জন্য যে নিয়ম, A good number of/ A large number of/A great number of-এর জন্যও একই নিয়ম। আবার, The number of-এর জন্য যে নিয়ম, The good number of/ The large number of/The great number of-এর জন্যও একই নিয়ম। যেমন-
A good number of students are present today.
The good number of students is present today.
A large number of students are present today.
The large number of students is present today.
- There বা Here দিয়ে কোনাে বাক্য শুরু হলে There বা Here পরবর্তী verb টি নির্ধারিত হবে Verb-এর পরবর্তী Noun-এর উপর ভিত্তি করে। অর্থাৎ, পরবর্তী Noun-টি যদি Singular হয় তাহলে verb-টিও Singular হবে এবং Noun-টি plural হলে verb-টিও plural হবে।
I think that there was a problem.
Here is the information that I promised you last week.
Choose the correct sentence-
- a) There are a book and a pen on the table.
- b) There is a book and a pen on the table.
- c) There are a book on the table.
- d) There is book and pen on the table.
Ans, a
Choose the correct sentence.
- a) There are a large number of boys playing in the field.
- b) There is a large number of boys playing in the field.
- c) There has a large number of boys playing in the field.
- d) There is a large number of boy playing in the field.
Ans, a
- Relative Pronoun যদি কোনাে বাক্যে ব্যবহৃত হয় তাহলে Relative Pronoun – এর পূর্ববর্তী subject অনুযায়ী verb বসে। অর্থাৎ, Relative Pronoun-এর পূর্ববর্তী subject যদি Singular হয়, Verb হয় Singular হয় এবং Subject যদি Plural হয়, Verb হয় Plural.
It is I who am your brother.
They are the players who have a team.
- Indefinite Pronoun হিসেবে One যদি কোনাে বাক্যের Subject হয় তাহলে One-এর পরবর্তী Possessive রূপ হিসেবে one’s হবে কিন্তু his বা her হবে না।
- i) One’s should be careful about — duty.
- a) his b) her c) one’s d) the
Ans. c
- Everyone, Everybody, Someone, Somebody, No one, Nobody, None, A person ইত্যাদি অনির্দিষ্টবাচক শব্দ বাক্যের subject হলে এদের পর Singular Possessive case হয়। কেননা, এই শব্দগুলাে Singular তাই এদের Possessive case-ও Singular হয়, Plural হয় না।
Fill up the blank in the sentence below- ‘Everyone should respect… teachers’.
- a) his b) One’s c) own d) their Ans. a
- Many যদি subject- এ থাকে তাহলে পরের Noun ও verb দুটিই Plural হবে। কিন্তু many a থাকলে পরবর্তী Noun ও Verb দুটিই Singular হবে। যেমন-
Many boys are playing cricket.
Many a boy is playing cricket.
- Infinitive (অর্থাৎ, To + Verb-এর base form) Gerund (অর্থাৎ, -ing যুক্ত যে Verb Noun-এর কাজ করে) যদি বাক্যের Subject হয় অর্থাৎ বাক্যের প্রথমে বসে তাহলে Verb-টি সবসময় Singular হবে। যেমন-
To swim is a good exercise.
Running is good for health.
- কিছু Adjective আছে যাদের পূর্বে The ব্যবহৃত হলে সেগুলাে আর Adjective থাকে না, তারা Plural Common Noun-এ পরিণত এবং Plural Verb গ্রহণ করে। যেমন-
The poor, The rich, The brave, The virtuous (ধার্মিক, সাধু), The pious (ধার্মিক সাধু) ইত্যাদি
The poor are not always unhappy.
The rich are not always happy.
The brave always succeed in life.
The virtuous are always happy.
- All of, Some of, More of, most of, The rest of এর পর Uncountable Noun eltec Verb হবে Singular; কিন্তু Countable Noun থাকলে Noun এবং Verb দুইটাই Plural হবে। যেমন-
All of it depends on you.
Some of the water is pure in our rivers.
Some of the employees have returned to work.
- কোনাে বাক্যে যদি 1st Person, 2nd Person ও 3rd Person থাকে তাহলে বাক্যে মধ্যে তাদের সিরিয়াল হবে- শুধু অপরাধ স্বীকার করার ক্ষেত্রে 123, আর অন্য সকল ক্ষেত্রে অর্থাৎ সাধারণ বর্ণনার ক্ষেত্রে হবে 231. তবে উভয় ক্ষেত্রেই Verb-টি Plural হয়। যেমন-
I, you and he are guilty.
You, he and I are going to college.
স্পেশাল টেকনিক: আচ্ছা, কোনাে অপরাধ সংঘটিত হওয়ার পর পুলিশ প্রথম কত নং অপরাধীকে খোঁজে দোষ স্বীকার করানাের জন্য বা গ্রেফতার করার জন্য? নিশ্চয় ১ নং আসামিকে আগে খুঁজবে, তারপর ২নং, তারপর ৩নং আসামিকে। একইভাবে ইংরেজি বাক্যেও ক্ষেত্রে অপরাধ স্বীকার করার ক্ষেত্রে 123, আর অন্য সকল ক্ষেত্রে অর্থাৎ সাধারণ বর্ণনার ক্ষেত্রে হবে 231