সাধারণ জ্ঞান আন্তর্জাতিক

-Advertisements-

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক

বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত?- ১৯৫ টি।

বর্তমানে জাতিসংঘের সদস্যভুক্ত দেশের সংখ্যা কয়টি?- ১৯৩ টি।

বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?- দক্ষিণ সুদান

-Advertisements-

বিশ্বের সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?- চিলি

পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় কোনটিকে?- ইতালিকে।

বিশ্বের কোন দেশে সর্বাধিক দ্বীপ রয়েছে?- ইন্দোনেশিয়ায়।

পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?- তুরস্ক ও রাশিয়া।

-Advertisements-

পৃথিবীর মধ্যে কোন দেশের সীমানা সবচেয়ে বেশি দেশের সঙ্গে রয়েছে?- চীনের।

পৃথিবীর কোন শহর বা নগরটি একই সঙ্গে দুটি মহাদেশে পড়েছে?- ইস্তাম্বুল (তুরস্ক)।

বর্তমানে কোন দেশকে নগর রাষ্ট্র বলা হয়?- সিঙ্গাপুর।

বিশ্বে প্রথম কোথায় নগর-রাষ্ট্রের উদ্ভব ঘটে?- প্রাচীন গ্রিসে।

-Advertisements-

প্রাচীন গ্রিসের কোথায় নগর রাষ্ট্র গড়ে ওঠেছিল?- এথেন্স ও স্পার্টা।

আধুনিক রাষ্ট্রব্যবস্থার উদ্ভব ঘটে কখন?- ১৬০০-১৮০০ সাল ।

আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?- রাশিয়া।

জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?- চীন।

-Advertisements-

আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?- ভ্যাটিকান সিটি

জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?- ভ্যাটিকান সিটি

আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?- কাজাখস্থান

জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?- ইন্দোনেশিয়া

-Advertisements-

আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি?- মালদ্বীপ

জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি?- মালদ্বীপ

আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?- ৯০ তম

জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?- ৮ম

-Advertisements-

দক্ষিণ এশীয় দেশ নয়- মিয়ানমার (দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ)।

এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে- বসফরাস প্রণালি ।

এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে- বেরিং প্রণালি।

এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে- বাব এল মানদেব প্রণালি

-Advertisements-

ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালি

 

চীন

রেশমের জন্মভূমি’/’সিল্কের জন্মভূমি’ বলা হয়- চীনকে।

-Advertisements-

জনসংখ্যায় চীন বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ।

আয়তনে চীন বিশ্বের- ৪র্থ বৃহত্তম দেশ।

চীনের প্রথম রাজবংশের নাম কী?- শিয়া রাজবংশ

চীনের সর্বশেষ রাজবংশের নাম কী?- ছিং রাজবংশ

-Advertisements-

চীনের প্রথম রাজা/সম্রাটের নাম কী ছিল?- কিন শি হুয়াং

চীনের সর্বশেষ রাজা/সম্রাটের নাম কী ছিল?- সম্রাট লুই

চীনের রাজাদের কী বলা হত?- Son of God

কত সালে চীনে রাজতন্ত্র বিলুপ্ত হয়?- ১৯১২ সালে

-Advertisements-

কে চীনের রাজতন্ত্র বিলুপ্ত করেন?- সান ইয়াৎ সেন

কত সালে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?- ১৯৪৯ সালে

চীনে ‘কমিউনিস্ট বিপ্লব’ সংঘটিত হয় কবে?-১৯৪৯ সালে

চীনের ‘কমিউনিস্ট বিপ্লব’-এর নেতৃত্ব দেন কে?- মাও সে তুং

-Advertisements-

বর্তমান ক্ষমতাসীন ‘চীনা কমিউনিস্ট পার্টি’ কত সালে

চীনের ক্ষমতাগ্রহণ করে?- ১৯৪৯ সালে

বিশ্বের দ্বিতীয় ও চীনের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম কী?- চীনা কমিউনিস্ট পার্টি [বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ

রাজনৈতিক দল ‘ভারতীয় জনতা পার্টি’ (বিজেপি)। আগে ছিল চীনা কমিউনিস্ট পার্টি ।

-Advertisements-

চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কবে ১৯২১ সালের ২৩ জুলাই ‘Shanghai French Concession’-এ।
(মনে রাখুন সহজে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বছর চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় মাও সেতুং ও জু এনলাই এর নেতৃত্বে ।

‘সাংস্কৃতিক বিপ্লব’ কোথায় সংঘটিত হয়?- চীনে

চীনে কত সালে ‘সাংস্কৃতিক বিপ্লব’ সংঘটিত হয়?- ১৯৬৬ সালে, মাও সে তুং এর নেতৃত্বে।

চীনের মুদ্রার নাম কী?- ইউয়ান।

-Advertisements-

দালাইলামা কোন দেশের ধর্মীয় নেতা?- চীনের তিব্বত প্রদেশের

কনফুসিয়াস কে ছিলেন?- চীনা দার্শনিক

‘ফালুন গং’ কী?- চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন

‘উইঘর’ কী?- চীনের একটি মুসলিম সম্প্রদায়। তারা চীনের জিনজিয়াং প্রদেশে বাস করে।

-Advertisements-

বিশ্বে প্রথম কোথায় কাগজ আবিষ্কৃত হয়েছিল?- চীনে

‘একদেশে দুই নীতি’ চালু হয় কোথায়?- চীনে

চীনে ‘একদেশে দুই নীতি’ চালু হয় কবে?- ১৯৯৭ সালে

হংকং কবে চীনের সঙ্গে একত্র হয়?- ১৯৯৭ সালে

-Advertisements-

পর্তুগাল কবে ‘ম্যাকাও দ্বীপ’ চীনের নিকট হস্তান্তর করে?- ১৯৯৯ সালে

‘ম্যাকাও দ্বীপ’ কার অধীনে ছিল?- পর্তুগালের

এশিয়া মহাদেশে ইউরোপের সবচেয়ে প্রাচীন উপনিবেশ কোনটি?- ম্যাকাও দ্বীপ

এশিয়া মহাদেশে ইউরোপের সর্বশেষ উপনিবেশ কোনটি?- ম্যাকাও দ্বীপ

-Advertisements-

‘গ্রেট হল’ কোথায় অবস্থিত?- চীনে

‘বার্ড নেস্ট’ স্টেডিয়াম যে দেশে অবস্থিত- চীন

‘তিয়েন আনমেন স্কয়ার’ কোথায় অবস্থিত?- চীনের বেইজিংয়ে

বর্তমান বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?- চীন

-Advertisements-

কোন দুটি দেশের মধ্যে ‘আফিম যুদ্ধ’ সংঘটিত হয়েছিল?- চীন ও ইংল্যান্ড

চীনের ‘গ্রেটওয়াল’ বা ‘মহাপ্রাচীর’ নির্মিত হয় কবে?- খ্রিস্টপূর্ব ২২০-২০৬ সনে [সূত্র: দৈনিক ইনকিলাব; বাংলা ট্রিবিউন; ২৪মার্চ, ২০২০]

চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?- ২১,১৯৬ কি.মি. এবং উচ্চতা ৫ থেকে ৮ মিটার [সূত্র: দৈনিক ইনকিলাব, বাংলা ট্রিবিউন; ২৪ মার্চ, ২০২০। দৈনিক প্রথম আলো; ২২ মে ২০১৮

চীন মহাপ্রাচীর নির্মাণ করে তাদের কোন সীমান্তে?-মঙ্গোলীয় দস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উত্তর সীমান্তে ।

-Advertisements-

বিশ্বের কোন দেশ সর্বপ্রথম ‘স্মাৰ্ট ট্রেন’ চালু করে? – চীন

চীনের গৃহযুদ্ধের সময়কাল কত?- ১৯২৭-১৯৫০ সাল পর্যন্ত

অরুণাচল রাজ্যকে কেন্দ্র করে কত সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল?- ১৯৬২ সালে ।

বিশ্বের কোন দেশে প্রথম মেধারভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ দেওয়া হয়? – চীন

-Advertisements-

কে প্রথম আধুনিক মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান করেন?- চীনের হান বংশের রাজা গাওজু ।

কত সালে আধুনিক মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান শুরু হয়?- খ্রিস্টপূর্ব ২০৭ অব্দে রাজা গাওজু প্রশাসনিক কাজে রাজাকে সাহায্য করার জন্য তিনি পরীক্ষার মাধ্যমে রাজকর্মকর্তা নিয়োগ দেন। প্রতিবছর ২৩ জুন ‘আন্তর্জাতিক সিভিল সার্ভিস ডে’ হিসেবে পালিত হয়।

 

ভারত

জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?- ভারত।

-Advertisements-

আয়তনে বিশ্বের ভারতের অবস্থান কত?- ৭ম।

বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি?- ভারত ।

ভারতে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?- ১৯৫০ সালে

ভারতের মোট অঙ্গরাজ্য কয়টি?- ২৮টি। [নোটঃ ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের আইনসভায় সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ
বাতিলের মাধ্যমে “জম্মু-কাশ্মীর” স্বাধীন অঙ্গরাজ্যের মর্যাদা হারায় এবং ২০১৯ সালের ১ নভেম্বর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। ফলে ভারতের বর্তমান অঙ্গরাজ্য দাঁড়ায় ২৮টিতে এবং ‘জম্মু-কাশ্মীর’ ও ‘লাদাখ’ নামে পৃথক নতুন ২টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। ফলে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা দাঁড়ালো ৯টিতে।)

-Advertisements-

ভারতের সর্বশেষ অঙ্গরাজ্যের নাম কী?- তেলেঙ্গানা রাজ্য

ভারতের আইন সভার উচ্চকক্ষের নাম কী?- রাজ্যসভা

ভারতের আইন সভার নিম্নকক্ষের নাম কী?- লোকসভা

ভারতের লোকসভার মোট আসন সংখ্যা কত?- ৫৪৫ টি

-Advertisements-

ভারতের লোকসভার কতটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়?- ৫৪৩ টি আসনে (বাকি ২ টি আসন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রার্থীর জন্য সংরক্ষিত)

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কয়টি?- ৪২টি।

দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের অভিহিত করা হয়- দ্রাবিড় নামে

মাদার তেরেসা কবে ভারতে ‘মিশনারিজ অব চ্যারিটি’ প্রতিষ্ঠা করেন?- ১৯৫০ সালে

-Advertisements-

মাদার তেরেসার জন্ম কোথায়?- আলবেনিয়া

ভারত প্রথম কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়?- ১৯৭৪ সালে

‘আকালী দল’ কী?-একটি রাজনৈতিক দল যেটি ভারতের পাঞ্জাব রাজ্যের শিখদের ।

ঐতিহাসিক ‘বাবরি মসজিদ’ ভারতের কোন রাজ্যে অবস্থিত?- উত্তর প্রদেশ রাজ্যে (এটি উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় অবস্থিত)

-Advertisements-

ভারতের মৌলবাদী শিখরা কত সালের কত তারিখে ঐতিহাসিক বাবরি মসজিদ’ ভেঙ্গে ফেলে?- ১৯৯২ সালের ৬ ডিসেম্বর

ভারতের অযোদ্ধায় বাবরি মসজিদের স্থানে নতুন করে ‘রামমন্দির স্থাপনের উদ্বোধন করা হয় কবে?- ৫ আগস্ট, ২০২০ (নরেন্দ্র
মোদি কর্তৃক)

ঐতিহাসিক ‘নাথুলা পাস’ কোন দুটি দেশের সীমান্ত বাণিজ্য পথ?- ভারত ও চীন

‘কালাপানি’ কোন দুটি দেশের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?- ভারত ও নেপাল ।

-Advertisements-

বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বাঘ রয়েছে?- ভারতে (২২২৬ টি)

যে ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান- কল্যাণ অর্থনীতি

পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?- ভারতের; ৩৯৫টি অনুচ্ছেদ। (কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান- যুক্তরাষ্ট্রের)

‘বেফোর্স কেলেংকারী’-এর সঙ্গে ভারতের কোন প্রধানমন্ত্রী জড়িত?- রাজিব গান্ধী

-Advertisements-

ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী?- রাজেন্দ্র প্রসাদ

ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?- জওহরলাল নেহেরু

ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রীর নাম কী?- সরদার বল্লভভাই প্যাটেল (নোট: তাঁকে ‘ভারতের লৌহমানব’ বলা হয়)

ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কী?- জাকির হোসেন।

-Advertisements-

এ.পি.জে আবদুল কালাম ভারতের কত তম রাষ্ট্রপতি ছিলেন?- ১১ তম

এ.পি.জে আবদুল কালাম কোন মেয়াদে ভারতের রাষ্ট্রপতি ছিলেন?- ২০০২-২০০৭ সাল

ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?- রাইসিনা হিল (কিন্তু পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনের নাম-
আইওয়ান-ই-সদর)

ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?- ৭ নং লোক কল্যাণ মার্গ (পূর্বে ছিল- ৭ নং রেইসকোর্স রোড)।

-Advertisements-

ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কী?- ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস
(নোট: ভারতের তথা বর্তমান বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ‘ভারতীয় জনতা পার্টি’- বিজেপি]

ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কী?- ইন্ডিয়ান

ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস।

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?- ১৮৮৫ সালে
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর প্রতিষ্ঠাতা কে?- অ্যালান অক্টোভিয়ান হিউম

-Advertisements-

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর প্রথম সভাপতি কে ছিলেন?- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী রাজনৈতিক দলের নাম কী?- ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস

স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?- ১৯৫১ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ।

ভারতের প্রজাতন্ত্র দিবস কবে?- ২৬ জানুয়ারি

-Advertisements-

ভারতের সিভিল সার্ভিস দিবস কবে?- ২১ এপ্রিল (‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ দিবস ১ সেপ্টেম্বর এবং বাংলাদেশের ‘জাতীয় পাবলিক সার্ভিস দিকস’ ২৩ জুলাই]

স্বাধীন ভারতের প্রথম লোকসভা কবে গঠিত হয়?- ১৯৫২ সালে।

কাশ্মিরকে কবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়?- ১৯৪৭ সালে

ভারতে হিন্দু জাতীয়তাবাদীদের উত্থান শুরু হয় কবে?- ১৯৮০ সালে ।

-Advertisements-

ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কী?- প্রতিভা পাতিল

ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?- ইন্দিরা গান্ধী

ভারতের প্রথম নারী গভর্নরের নাম কী?- সরোজিনী নাইডু

‘নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’ বলা হয় কাকে?- সরোজিনী নাইডুকে

-Advertisements-

ভারতের লোকসভার প্রথম নারী স্পিকারের নাম কী?- মীরা কুমার

ভারতের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?- সুষমা স্বরাজ

ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?- রামনাথ কোবিন্দ

ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতের কত তম রাষ্ট্রপতি?- ১৪ তম

-Advertisements-

ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ভারতের কত তম প্রধানমন্ত্রী?- ১৫ তম

ভারতের সাবেক রাষ্ট্রপতির প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক বইয়ের নাম কী?- দ্য কোয়ালিশন ইয়ারস: ১৯৯৬-২০১২

‘India Wins Freedom’ গ্রন্থের লেখক কে?- আবুল কালাম আজাদ (মনে রাখুন এভাবে- আরবি ‘আজাদ’ শব্দের অর্থ মুক্তি, ইংরেজি ‘Freedom’ শব্দের অর্থও হলো মুক্তি। আজাদ ইন্ডিয়াকে ‘Freedom’ করেছে)

‘The Discovery of India’ গ্রন্থের লেখক কে?- পণ্ডিত জওহরলাল নেহেরু
(মনে রাখুন এভাবে- ইংরেজি ‘Discover’ শব্দের অর্থ আবিষ্কার। পণ্ডিত ইন্ডিয়াকে ‘Discover’ করেছে। পণ্ডিত না হলে কোনো কিছু আবিষ্কার করা যায় না!)

-Advertisements-

‘A Passage to India’ গ্রন্থের লেখক কে?- ই.এম.ফরস্টার (E.M. Forster)

বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কী?- ‘Statue of Unity’ বা ‘সর্দার বল্লভভাই প্যাটেল’ ভাস্কর্য; উচ্চতা: ১৮২ মিটার বা ৫৯৭ ফুট।

বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য ‘Statue of Unity’ কোথায় অবস্থিত?- ভারতের গুজরাট রাজ্যে।

ভারতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য ‘স্ট্যাচু অব ইউনিটি’ কার স্মরণে নির্মিত?- সরদার বল্লভভাই প্যাটেল

-Advertisements-

বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য ‘Statue of Unity’ স্থপতি- রাম সুতার।

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত?- ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে। (উদ্বোধন: ২৪ ফেব্রুয়ারি, ২০২০। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি উদ্বোধন করেন।)

বিশ্বের ক্রিকেট বৃহত্তম স্টেডিয়ামের নাম কী?- সরদার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। (৬৩টি একর জমির উপর নির্মিত)

বিশ্বের বৃহত্তম ক্রিকেট বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা কত?- ১ লাখ ১০ হাজার।

-Advertisements-

 

-Advertisements-

You cannot copy content of this page