সাম্প্রতিক সাধারণ জ্ঞান এপ্রিল ২০২২(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

-Advertisements-

সাম্প্রতিক সাধারণ জ্ঞান এপ্রিল ২০২২(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১) বর্তমানে দেশে মোট নদীবন্দরের সংখ্যা হল – ৩৭টি।

২) দেশের ৩৬ তম নদীবন্দর হল কোম্পানীগঞ্জ সোনাগাজী নদীবন্দর।

৩) দেশের ৩৭ তম নদীবন্দরের নাম হল – গাজীপুর নদী বন্দর।

-Advertisements-

৪) ২০২৩ সালে যে জেলা রেলপথের সাথে যুক্ত হবে তার নাম হল – কক্সবাজার জেলা।

৫) ষষ্ট জনসুমারি ও গৃহ গণনা শুরু হবে ১৫ থেকে ২১ জুন ২০২২.

৭) পদ্মা সেতুর নিরাপত্তার জন্য উদ্বোধন করা সেনানিবাসের নাম – শেখ রাসেল সেনানিবাস, প্রতিষ্ঠিত ২৯ মার্চ ২০২২.

৭) বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম অবস্থিত – শিবগঞ্জ, চাপাইনবাবগঞ্জ।

-Advertisements-

৮) বুচা শহরটি অবস্থিত – ইউক্রেনে।

৯) মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি – কেতানজি ব্রাউন জ্যাকসন।

১০) পাকিস্তানের ২৩ তম এবং বর্তমান প্রধানমন্ত্রী – শাহবাজ শরীফ।

১১) শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্টের নাম – রণিল বিক্রম সিংহ।

-Advertisements-

১২) পাকিস্তানের আইনসভার নিম্ন কক্ষ জাতীয় পরিষদের বর্তমান স্পিকার – রাজা পারভেজ আশরাফ।

১৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত সয়াবিনের জাতের নাম – বিইউ সয়াবিন -১, বিইউ সয়াবিন – ২।

১৪) পৌরসভা গুলোর সচিবদের বর্তমান নাম – পৌর নিবার্হী কর্মকর্তা

১৫) বাংলাদেশ পেটেন্ট আইন ২০২১ অনুযায়ী বর্তমানে পেটেন্ট মালিকের সত্ত্ব 20 বছর পর্যন্ত সংরক্ষিত থাকে।

-Advertisements-

১৬) BSMRITH এর পূর্নরূপ হল – Bangabondhu Sheikh Mujibur Rahman International Institute of Tourism and Hospitality.

১৭) রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ শিল্পকলা অ্যাক্যাডেমি ও অঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে- মিঠামইন, কিশোরগঞ্জ।

১৮) দেশের একমাত্র পাথর খনি অবস্থিত – মধ্যপাড়া, দিনাজপুরে।

১৯) শেখ রাসেল সেনানিবাসে অবস্থিত -জাজিরা, শরীয়তপুর।

-Advertisements-

২০) 16 ই মার্চ 2022 পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর নাম পরিবর্তন করে রাখা হয় “পরিবার কল্যাণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা Family Welfare Training Institute, FWTI, Dhaka.”

২১) দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত – কক্সবাজারে।

২২) এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ঢাকার তেজগাঁও থেকে মানিকগঞ্জে স্থানান্তর করা হয়েছে।

২৩) পদ্মা সেতুতে মোট ল্যাম্প পোস্টের সংখ্যা হল – ৪১৫ টি। মূল সেতুতে ৩২৮ টি এবং দুই প্রান্তে ৮৭ টি।

-Advertisements-

২৪) ১০ এপ্রিল ২০২২ দেশের ১২ তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে চূড়ান্ত সনদ পায় কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল

২৫) মার্মা ভাষার প্রথম চলচ্চিত্রের নাম হল – তংস্মাসে, যার অর্থ হল গিরি কন্যা।

২৬) ৮ এপ্রিল ২০২২ প্রথম মার্মা বাংলা ভাষার অভিধানের মোড়ক উম্মোচন করা হয়।

২৭) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশাবিদ্যালয়ের (পবিপ্রবি) এর প্রথম নারী উপাচার্য হলেন অধ্যাপক হাফিজা খাতুন।

-Advertisements-

২৮) ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়া যে কৌশল অবলম্বন করে তার নাম FORTRESS RUSSIA.

২৯) সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে – ১৫- ১৬ সেপ্টেম্বর, ২০২২ সমরখন্দ উজেবকিস্টানে।

৩০) মারিওপোল অবস্থিত – ইউক্রেনে।

৩১) স্বল্পোন্নত দেশগুলো(LDC) WTO এর দেওয়া বাণিজ্য সুবিধার আওতায় ৯৭% শুল্ক সুবিধা পায়।

-Advertisements-

৩২) OPEC+ ভূক্ত দেশগুো হল আজার আইজন, বাহরাইন, ব্রুনেই, কাজাকিস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, রাশিয়া, সুদান ও দক্ষিণ সুদান।

৩৩) বিনয় মোহন তোয়াত্রা ভারতের ৩৪ তম পররাষ্ট্র সচিব।

৩৪) 14 এপ্রিল 2022 প্রধানমন্ত্রী সংগ্রহালয় বা প্রধানমন্ত্রী জাদুঘরের উদ্বোধন করা হয় ভারতে।

৩৫) 27 থেকে 28 মার্চ 2022 ঈশ্রায়েল ঐতিহাসিক কূটনৈতিক সম্মেলন আয়োজন করে – যুক্তরাষ্ট্র, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ও মরক্কো কে নিয়ে।

-Advertisements-

৩৬) ৮ এপ্রিল ২৯২২ ইসলামী সভ্যতা জাদুঘরের উদ্বোধন করা হয় তুরস্কে।

৩৭) ইউক্রেনের রাশিয়ান নতুন সেনা কমান্ডার জেনারেল আলেকজান্ডার ভর্নিকোভ।

৩৮) করোনাভাইরাস এর নতুন ভেরিয়েন্ট XE প্রথমবারের মতো শনাক্ত হয় যুক্তরাজ্যে।

৩৯) বর্তমানে বাংলাদেশে WASA কর্তৃপক্ষের সংখ্যা হল – ৫ টি।

-Advertisements-

৪০) দেশে পঞ্চম WASA সিলেটে অবস্থিত

৪১) সিলেট WASA প্রতিষ্ঠিত হয় ২ মার্চ, ২০২২.

 

-Advertisements-

 

-Advertisements-