আজকে কথা বলব মূলত ভোকাবুলারি জয় করার কৌশল নিয়ে। যারা ভর্তি পরীক্ষার্থী বা চাকরি পরীক্ষার্থী ভোকাবুলারি তাদের সবার জন্য একটা আতঙ্কের বিষয়। মনে থাকতেই চায় না। কিভাবে মনে রাখা যায় এটা নিয়ে সবাই হায় হুতাশ করছে কারণ হচ্ছে ভোকাবুলারি ছাড়া চান্স হবে না।