‘পূজা ফুল দিয়ে ঘর সাজায়।’- এই বাক্যে ‘ফুল দিয়ে’ কোন কারক?

-Advertisements-

‘পূজা ফুল দিয়ে ঘর সাজায়।’- এই বাক্যে ‘ফুল দিয়ে’ কোন কারক?

ক) কর্ম কারক

খ) করণ কারক

গ) অপাদান কারক

-Advertisements-

ঘ) সম্প্রদান কারক

করণ কারক:
– যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
– ‘করণ’ শব্দের অর্থ উপায় বা সহায়।
– বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা’ বা ‘কী উপায়ে’ জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক
 
যেমন:
 ‘পূজা ফুল দিয়ে ঘর সাজায়। – পূজা কী দিয়ে ঘর সাজায়? ফুল দিয়ে সুতরাং ‘ফুল’ করণ কারক।
– ‘কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে।’ – কাঠুরে কী দ্বারা গাছ কাটে? কুড়াল দ্বারা। কুড়াল’ করণ কারক।

করণ কারকে বিভক্তির ব্যবহার:
– করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
-তবে অন্য বিভক্তিগুলোরও প্রয়োগ রয়েছে।
– করণ কারকে ‘দ্বারা বিভক্তি (অনুসর্গ) – তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
– করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনুসর্গ) – তােমার লােক দিয়ে কাজটা করাবে।
– করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি – রফিক তাস খেলে।
– করণ কারকে এ-বিভক্তি – গ্যাসে গাড়ি চলে।
– করণ কারকে য়-বিভক্তি – টাকায় টাকা হয়।
– করণ কারকে তে-বিভক্তি – তার কথা যেন মধুতে মাখা
– আবার, এ, য়, তে সপ্তমী বিভক্তির উদাহরণ। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

-Advertisements-