www.sakazi.net

খেলাপি খণের সুদ মওকুফের জন্য আবেদন।

খেলাপি ঋণের সুদ মওকুপ করার জন্য যথাযথ কারণ প্রদর্শন করে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এর নিকট একটি আবেদন পত্র লিখুন ।

১১.১২.২০২১

বরাবর

ব্যবস্থাপনা পরিচালক

কর্মসংস্থান ব্যাংক

প্রধান কার্যালয়,

ঢাকা ১১০০

 

বিষয়ঃ খেলাপি খণের সুদ মওকুফের জন্য আবেদন।

 

জনাব, যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক আমি নিয়নস্বাক্ষরকারী ২০১২ সাল থেকে ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণে কর্মসংস্থান ব্যাংকের সাথে যুক্ত। আমার ব্যবসায়িক সাফল্যর পেছনে কর্মসংস্থান ব্যাংকের কারওয়ান বাজার শাখার ভূমিকা অপরিসীম । ২০১৯ সালে আমি কর্মসংস্থান ব্যাংকের ‘New Employment Scheme’ এর আওতায় আমি ১০ (দশ) লক্ষ টাকা খণ নেই। এই খণের সমস্ত টাকা আমি আমার ব্যবসায় খাটাই। কিন্তু কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরুতেই আমার ব্যবসায় ধস নামা শুরু করে। এমতঅবস্থায় আমি আমার খণের টাকাই ফেরত দিতে হিমশিম খাচ্ছি। তাই অপারেশন পরিপত্র নং ০১/২০১৮ এর আওতায় আমার খেলাপিকৃত খণের সুদ মওকুফ অত্যন্ত জরুরি ।

 

অতএব, আপনার নিকট আমার বিনীত আবেদন এই যে আমার খেলাপিকৃত খণ সুদ মওকুফ করে আমার ব্যবসায়িক পথ সুগমের জন্য আপনার মর্জি হয়।

 

বিনীত নিবেদক

হানজালা মালিক

হক ট্রেডার্স, ঢাকা।

About The Author