সংখ্যাতত্ত্বে ভাষা আন্দোলন
1. ১ লা সেপ্টেম্বর ১৯৪৭ সালে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ”তমদ্দুন মজলিস’ প্রতিষ্ঠিত হয়।
2. ১৫ সেপ্টেম্বর ১৯৪৭ সালে ডঃ মুহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে তমদ্দুন মজলিসস ঢাকা কলেজে ”পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা না উর্দু’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।
3. ১৫ সেপ্টেম্বর ১৯৪৭ সালে তমদ্দুন মজলিস ভাষা আন্দোলন বিষয়ক পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা না উর্দু’ প্রকাশ করে।
4. ১ লা অক্টোবর ১৯৪৭ সালে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, যেখানে আহবায়ক করা হয় নূরুল হক ভূঁইয়াকে।
5. ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে আরবি হরফে বাংলার প্রচলন করার প্রস্তাবন করা হয়।
6. ২৩ শে ফেব্রুয়ারী ১৯৪৮ সালে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান।
7. ১১ মার্চ ১৯৪৮ ১৯৪৮ গণপরিষদের ভাষা তালিকা থেকে বাংলাকে বাদ দেওয়া হয়।।
8. ২১ মার্চ ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহুরওারদি উদ্যান) ঘোষণা দেন State language of Pakistan is going to be Urdu, and no other language.
9. ২৪ মার্চ ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ঘোষণা দেন Urdu and only Urdu would be the state language of Pakistan.
10. ১৯৫০ সালে পাকিস্তানের প্রধান মন্ত্রী লিয়াকত আলী খান ঘোষণা করেন উর্দুই পাকিস্তানের জাতীয় ভাষা হবে।
11. ১১ মার্চ ১৯৫০ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবীতে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়।
12. ২৬ জানুয়ারী ১৯৫২ সালে ঢাকায় পাকিস্তানের প্রাধানমন্ত্রী নাজিমুদ্দীন ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।
13. ৩০ জানুয়ারী ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবীতে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
14. ভাষা শহীদ দের মধ্য একমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন – শহীদ বরকত।15. ১৯৫৬ সালে বাংলাভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
16. কেন্দ্রীয় শহীদ মিনার ২৩ ফেব্রুয়ারী ১৯৫২ সালে নির্মিত হয়।
17. বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী করা প্রথম সংগঠন হল – তমুদ্দুন মজলিস।
18. কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় ২১ ফেব্রুয়ারী ১৯৫৬ সালে।
19. বাংলা পাকিস্তানের দ্বিতিয় রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায় ২৯ ফেব্রুয়ারী ১৯৫৬ সালে।
20. বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যে।
21. বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে প্রথম ধর্মঘট অনুষ্ঠিত হয় – ১১ মার্চ ১৯৪৮ সালে।
22. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাক নাম ছিল- আবাই।
23. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন – খাজা নাজিমুদ্দিন।24. কেন্দ্রীয় শহীদ মিনারের উদবোধন হয় – ২১ ফেব্রুয়ারী ১৯৬৩ সালে।